নভেম্বরের প্রথম প্রদোষ ব্রততে করুন শিবের পুজো, বদলে যাবে ভাগ্য! রইল দিনক্ষণ ও সময়সূচী

Published:

Pradosh Vrat
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: হিন্দু ধর্মে প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত (Pradosh Vrat) পালন করা হয়। আর প্রদোষ ব্রত মূলত ভগবান শিবের উদ্দেশ্যেই নিবেদন করা হয়। কারণ, বিশ্বাস করা হয় যে, এই উপবাস পালন করলে সমস্ত মনস্কামনা ও ইচ্ছা পূরণ হয়। পাশাপাশি এই উপবাসে বিবাহিত জীবনে সুখ-শান্তি ফিরে আর সন্তানদের উপর আশীর্বাদ বর্ষিত হয়। তবে এ বছর নভেম্বর মাসের প্রথম প্রদোষ ব্রত এক অত্যন্ত শুভ যোগ তৈরি করছে। আজকের প্রতিবেদনে নভেম্বর মাসের প্রদোষ ব্রত কখন লাগছে, কী কী মাহাত্ম্য রয়েছে, পূজার নিয়ম কী রয়েছে, সমস্তটাই জানিয়ে দেবো।

২০২৫ সালের নভেম্বর মাসের প্রদোষ ব্রতর সময়সূচী

পঞ্জিকা অনুযায়ী, বর্তমানে কার্তিক মাসের শুক্লপক্ষ চলছে। আর কার্তিক মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথি বা প্রদোষ ব্রত মূলত নভেম্বর মাসেই পরে। পঞ্জিকা বলছে, এই তিথি পড়বে আগামী ৩ নভেম্বর, ২০২৫। প্রদোষ ব্রত শুরু হচ্ছে ভোর ৫:০৭ মিনিটে এবং তিথি শেষ হবে ৪ নভেম্বর রাত ২:০৫ মিনিটে। অতএব, ৩ নভেম্বর প্রদোষ ব্রত পালন করা হবে।

উল্লেখযোগ্যভাবে, নভেম্বর মাসের প্রথম প্রদোষ ব্রতর উপবাস পড়ছে ৩ নভেম্বর, সোমবার। যেহেতু এটি সোমবারেই পড়ছে, তাই এটিকে সোম প্রদোষ বলা হচ্ছে। আর সোমবার এবং প্রদোষ ব্রত উভয়ই ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তাই ৩ নভেম্বর প্রদোষ ব্রতর উপবাস পালন করলে আরও দ্বিগুণ উপকার পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। এমনকি এদিন রবিযোগ তৈরি হচ্ছে যা পূজা, উপবাস এবং অন্যান্য আচারে-অনুষ্ঠানের জন্য অত্যন্ত শুভ।

আরও পড়ুনঃ একবার ২ লক্ষ টাকা বিনিয়োগে প্রতিমাসে মিলবে ১৬ হাজার টাকা! নতুন স্কিম LIC-র

পূজার সময়সূচী কী রয়েছে?

মূলত প্রদোষ ব্রতর দিন দু’বার শিবের পূজা করতে হয়। সকালে একবার স্নান করার পর ভগবান শিবের অভিষেক পূজা করতে হয়। আর প্রদোষ কাল অর্থাৎ সন্ধ্যাবেলা আবারও স্নান করার পর নির্ধারিত রীতিনীতি মেনে ভগবান শিবের পূজা করা উচিত। তবে ৩ নভেম্বর প্রদোষ ব্রতর দিন বিকেলে পূজা শুরু হচ্ছে ৫:৩৪ মিনিটে আর পূজা চলবে রাত ৮: ১১ মিনিট পর্যন্ত। এই সময় যদি ভগবান শিবের পূজা করা হয়, তাহলে বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। পাশাপাশি পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে। এমনকি এটি চন্দ্রদোষ দূর করবে, আর সমস্ত রোগব্যাধি থেকেও মুক্তি দেবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join