বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে গোটা ক্রিকেট বিশ্বের মোট 20টি দল। এশিয়া থেকে অংশ নিচ্ছে 8টি দল। এদিকে, সর্বশেষ দল হিসেবে তালিকায় জায়গা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জাপানকে 8 উইকেটে গুঁড়িয়ে বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup)টিকিট নিশ্চিত করেছে তারা। এছাড়াও গত বুধবার বাছাই পর্ব থেকে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন পাকা করেছে নেপাল এবং ওমান।
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে এই 20টি দল
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে। যদিও ঠিক কবে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ICC-র ওয়েবসাইট অনুযায়ী, আসন্ন 20 ওভারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট 20টি দেশ। ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও সেই তালিকায় রয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, বাংলাদেশ, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
বাছাই পর্বে না খেলেই বিশ্বকাপে জায়গা করেছে এই দলগুলি
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলি জায়গা করেছে মূলত তিনটি পথ ধরে। যার মধ্যে প্রথমে ভারত এবং শ্রীলঙ্কা স্বাগতিক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। এছাড়াও 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা 7 হিসেবে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে 7টি দল। সেই তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশেরও। এদিকে র্যাংকিং তালিকা থেকে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দল সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। ফলত, বাছাই পর্ব খেলার কোনও প্রয়োজন পড়েনি।
এছাড়াও, বাকি আটটি দেশ এসেছে, চার মহাদেশের বাছাই পর্ব থেকে। এশিয়া থেকে সর্বোচ্চ তিনটি, ইউরোপ ও আফ্রিকা থেকে 2টি করে দল এবং আমেরিকা থেকে একটি দেশ বিশ্বকাপে অংশ নিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাছাই পর্বের ম্যাচে কামাল করে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি।
অবশ্যই পড়ুন: আসছেন না মেসি! আর্জেন্টিনা দলের ভারত সফর ঘিরে ধোঁয়াশা
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বিশেষ কোনও বদল আসেনি। এবারেও মোট 20টি দলের মধ্যে থেকে 5টি করে দল 4টি গ্রুপে খেলবে। গ্রুপ পর্বের পাশাপাশি সুপার এইট এবং সেমিফাইনালের শেষ চারের লড়াইয়ের মধ্যে দিয়ে দুই দলের মধ্যে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।