বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল আগেই। এবার ঘোষিত IFA শিল্ডের (2025 IFA Shield) সূচি। আগামী 8 অক্টোবর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টুর্নামেন্টটি। ফাইনাল গড়াবে 18 অক্টোবর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আসন্ন টুর্নামেন্টের একই গ্রুপে নেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কাজেই বোঝাই যাচ্ছে, গ্রুপ পর্বে ইস্ট-মোহন ডার্বি হচ্ছে না।
কোন গ্রুপে কোন দল?
IFA-র ঘোষিত সূচি অনুযায়ী, শিল্ডের এ গ্রুপে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের সাথে একই গ্রুপে রয়েছে শ্রীনিধ ডেকান এবং নামধারী এফসি। অন্যদিকে টুর্নামেন্টের গ্রুপ বি তে জায়গা হয়েছে মোহনবাগানের। এই গ্রুপে বাগানের সাথে রয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস।
ইস্টবেঙ্গল, মোহনবাগানের ম্যাচ কবে কবে?
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 8 অক্টোবর ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের যাত্রা। এদিন লাল হলুদের প্রতিপক্ষ হচ্ছে শ্রীনিধ ডেকান। এরপর লাল হলুদের দ্বিতীয় ম্যাচ রয়েছে 14 অক্টোবর নামধারীর বিপক্ষে। অন্যদিকে মোহনবাগান খেলবে আগামী 9 অক্টোবর। প্রথম প্রতিপক্ষ গোকুলাম কেরালা। এরপর সবুজ মেরুনের দ্বিতীয় ম্যাচ 15 অক্টোবর। প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস।
ফাইনালের আগে হচ্ছে না ডার্বি
এ বছর IFA শিল্ডের আলাদা আলাদা গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তাই স্বাভাবিক নিয়মেই ফাইনালের আগে গ্রুপ পর্বে হবে না ইস্ট-মোহনের হাই ভোল্টেজ ডার্বি। তবে দুই দল যদি দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে জায়গা করতে পারে সেক্ষেত্রে যুবভারতীতে গড়াবে দুই প্রধানের হাই ভোল্টেজ ডার্বির ফাইনাল।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: দিল্লির স্টেডিয়ামে রক্তারক্তি কাণ্ড, পথকুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি দুই বিদেশি কোচ!
উল্লেখ্য, শিল্ডের বাকি ম্যাচ গড়াবে 11 অক্টোবর (শ্রীনিধ বনাম নামধারী) এবং 12 অক্টোবর (ইউনাইটেড স্পোর্টস বনাম গোকুলাম কেরালা)। বলা বাহুল্য, আসন্ন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল 3টে থেকে। তবে কোন ম্যাচ কোথায় গড়াবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘কলকাতার দলগুলি যাতে নিজেদের মাঠে খেলতে পারে সেই চেষ্টাই চলছে। তবে কিছু ম্যাচ বিভিন্ন জেলার মাঠেও হবে।’ এদিকে, ম্যাচের ভেন্যুর পাশাপাশি টিকিটের দামও ঠিক হয়নি।