বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত আইপিএল মরসুমে যাঁর নেতৃত্বে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), আসন্ন 2025 আইপিএলে পা রাখার পূর্বে আগেভাগে তাঁকেই স্কোয়াড থেকে ছাঁটাই করেছে KKR। পাশাপাশি প্রাক্তন সতীর্থদের সাথে কলকাতা শিবিরে জায়গা হয়নি ফিল সল্ট-মিচেল স্টার্কদেরও। মনে করা হচ্ছে, কেকেআরের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া এই 3 তারকাই আসন্ন 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) হতে চলেছেন।
আসন্ন 2025 আইপিলের সম্ভাব্য 3 MVP
শ্রেয়াসকে ছেড়ে ভুলের মাসুল গুনছে কলকাতা!
কলকাতার প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে দল না রাখার সিদ্ধান্ত মেগা নিলামের আগেই চূড়ান্ত করে ফেলেছিল কেকেআরের ম্যানেজমেন্ট। তবে আশ্চর্যের বিষয় 2024 আইপিএল মরসুমে তাঁর কাঁধে ভর করেই সাফল্যের শিখরে পৌঁছেছিল কলকাতা। যদিও দলের হয়ে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরমেন্স তেমন ভাবে নজর কাড়েনি কারোরই। মূলত দুর্বল স্ট্রাইক রেট ও দ্রুত উইকের যন্ত্রণার কারণে দলের ভরসা হারিয়েছিলেন ভারতীয় তারকা।
আর এই ঘটনার পরই নিলাম পর্বে আইআরকে দলে ভেড়াতে ঝাঁপিয়ে পড়ে পাঞ্জাব কিংস। আর সেই পথ ধরেই ঋষভ পন্থের পর 26.75 কোটিতে আসন্ন আইপিএল মরসুমের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে পাঞ্জাবের ঘরে জায়গা হয়েছে তাঁর। মনে করা হচ্ছে, কেকেআরে প্রাক্তন ভেঙ্কটেশ সতীর্থকে মূলত অভিজ্ঞতার ভিত্তিতেই দলে নিয়েছে পাঞ্জাব। এবার পাঞ্জাবের সেই বিপুল ব্যয়ের দাম রাখতে পারে আইআর। বেশ কিছু সূত্র বলছে, 2025 আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে উঠতে পারেন তিনি। যা কলকাতার জন্য যথেষ্ট আক্ষেপের হবে।
2025 আইপিএল মরসুমের সম্ভাব্য মোস্ট ভ্যালুয়েবল অস্ট্রেলিয়ান তারকা
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বঞ্চিত অভিজ্ঞ অস্ট্রেলিয়ান মহাতারকা মিচেল স্টার্ককেও 2025 মরসুমে জ্বলে উঠতে দেখার সৌভাগ্য হতে পারে দর্শকদের। 2024 আইপিএল মরসুমে নাইট শিবিরে 24.75 কোটির বিনিময়ে জায়গা হয়েছিল এই অজি পেসারের। তবে শুরুর দিকে ব্যর্থ হলেও নকআউট পর্বের ম্যাচগুলিতে নিজের কব্জির জোর দেখিয়ে শত্রু পক্ষকে অতীত স্মরণ করিয়েছিলেন স্টার্ক।
গত আইপিএল মরসুমে কেকেআরের জয়ের নেপথ্যেও বড় ভূমিকা রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও শাহরুখের দলে ডাক পড়েনি অস্ট্রেলিয়ান তারকার। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই নিলাম পর্ব থেকে স্টার্ককে 11.75 কোটিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটাল। সূত্র বলছে, এবার ডিসির হয়েই শত্রু পক্ষের একের পর এক উইকেট ভাঙবেন তিনি। যা তাঁকে আসন্ন মরসুমে MVP বানাতে পারে।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার সুযোগ রয়েছে সল্টেরও
গত মরসুমে একটানা বড় রানের লক্ষ্য না বানালেও কলকাতা নাইট রাইডার্সকে বহু কঠিন সময়ে সঙ্গ দিয়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার ফিল সল্ট। ইংলিশ তারকার ব্যাটের ঝোড়ো হাওয়া বিভিন্ন কঠিন সময়ে গেম চেঞ্জার হয়ে উঠেছে নাইট শিবিরের জন্য। শেষ আইপিএল মরসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কেকেআরের জয়ের নেপথ্যে ইংল্যান্ডের এই ধুরন্ধর উইকেটকিপার-ব্যাটসম্যানের অবদান আজও স্মরণ করে নাইট সমর্থকরা। আর এহেন একজন প্লেয়ারকে ছেড়ে দিয়ে কতটা ভুল করল কলকাতা? তা জানা যাবে আসন্ন 2025 আইপিএলে আরসিবির জার্সি গায়ে সল্ট মাঠে নামার পরই। তবে সিংহভাগই মনে করছেন আসন্ন আইপিএল ম্যাচ গুলিতে দুর্দান্ত পারফর্ম করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমা ছিনিয়ে নেবেন প্রাক্তন কেকেআর সৈনিক।