কলকাতাঃ অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) আর রাখবে না কলকাতা নাইট রাইডার্স। এমনই শোনা যাচ্ছে ভিতরে ভিতরে। তবে এখনই নিশ্চিত না। আগামী ৩১ অক্টোবর রিটেন প্লেয়ারদের তালিকা দেবে KKR, তখনই বোঝা যাবে, কে থাকছে আর কাকে ছাঁটা হচ্ছে। শোনা যাচ্ছে যে, নাইট কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি আইয়ারকে সরতে হতে পারে। তবে শ্রেয়সের KKR ছাড়ার সম্ভাবনা চাউর হতেই, তাঁকে নেওয়ার জন্য লাফাচ্ছে বেশ কয়েকটি IPL ফ্রাঞ্চাইজি।
শ্রেয়স আইয়ারকে নিতে ঝাঁপাচ্ছে এই ৩ দল
কলকাতা নাইট রাইডার্সের আগে দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। KKR-কে ট্রফি জেতানো ছাড়া দিল্লিকে ফাইনালে তুলেছিলেন তিনি। এর থেকেই তার অধিনায়কত্বের দক্ষতা টের পাওয়া যায়। আর এই কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস নাকি আবারও তাঁকে দলে নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো শুরু করেছে বলে খবর।
এবার বিরাট কোহলির RCB দলের অধিনায়ক বদল হচ্ছে। কারণ এবার ফ্যাফ দুপ্লেসিকে ছেড়ে দেওয়া হতে পারে। আর সেই কারণে শ্রেয়সকে দলে টেনে অধিনায়ক বানাতে চাইছে RCB। এছাড়াও পঞ্জাবও অধিনায়কহীন। কারণ সম্প্রতি শিখর ধাওয়ান অবসরের ঘোষণা করেছেন। তাই কিংস ইলেভেন পঞ্জাবও শ্রেয়সকে চাইছে। অন্যদিকে শ্রেয়সের পুরনো দল দিল্লি ক্যাপিটলসও তাঁকে ফের অধিনায়ক পদে বসানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর।
কলকাতায় আসতে পারেন ঋষভ পন্থ
দলের বর্তমান অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি। DC দলে এবার অনেক বদল এসেছে। রিকি পন্টিংকে ছেড়ে দিয়েছে তাঁরা। এমনকি মেন্টর সৌরভকেও সরানো হয়েছে। এবার শোনা যাচ্ছে যে, পন্থকেও ছেড়ে দিতে পারে তাঁরা। পন্থ যদি দিল্লি ছাড়েন, তাহলে KKR তাঁকে দলে নেবে বলে মনে করা হচ্ছে। পন্থকে KKR তাঁদের দলের অধিনায়ক করতে পারে। ওদিকে ফিল স্লটকে ছেড়ে দিতে পারে কলকাতা। আর সেই কারণে নাইটদের উইকেটরক্ষক + ব্যাটসম্যান চাই। সেই জায়গা পন্থ পূর্ণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
তবে পন্থকে সহজেই পাবে না KKR। ভারতীয় দলের এই উইকেটরক্ষক নিলামে উঠলে তাঁকে নিয়ে বেশ দর কষাকষি হতে পারে। পাঞ্জাব কিংস ও আরসিবিও পন্থের দিকে নজর রাখছে। এছাড়াও লখনউ সুপার জায়েন্টেও এবার বড় বদল আসতে পারে। কারণ তাঁরা যে আর কেএল রাহুলকে রাখবে না, তা স্পষ্ট। এই কারণে LSG’ও পন্থের জন্য ঝাঁপাতে পারে। তাই পন্থকে পেতে হলে যথেষ্ট খরচ করতে হবে যেকোনও দলকে।