IPL নিলামে কোটিপতি হওয়ার ৯ দিনেই হিরো থেকে জিরো ৩ প্লেয়ার! তালিকায় KKR-র এক

Published:

angkrish raghuvanshi kkr
Follow

কৌশিক দত্ত, কলকাতাঃ নভেম্বরে আয়োজিত IPL Mega Auction-এ অনেক বেনামী প্লেয়ারের উপর কোটি কোটি টাকার বৃষ্টি হয়েছে। আবার অনেক নামি প্লেয়ার আশার থেকে কম দর পেয়েছেন, আবার কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ারকে কোনও দল কেনার আগ্রহই দেখায়নি। কিন্তু আজ এমন ৩ প্লেয়ারকে নিয়ে আলোচনা হবে, যারা IPL Auction 2025-এ কোটি কোটি টাকা পেয়েছেন, কিন্তু মুস্তাক আলি ট্রফিতে একদম ব্যর্থ হয়েছেন। এই লিস্টে কলকাতা নাইট রাইডার্স থেকে চেন্নাই সুপার কিংসের প্লেয়ারও রয়েছে।

নেহাল ওয়াধেরা

এই তালিকায় প্রথম ক্রিকেটার হলেন নেহাল ওয়াধেরা। বামহাতের এই তরুণ ব্যাটার গতবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। এবার ৪.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে পঞ্জাব কিংস। কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া এই তরুণ ব্যাটার এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) ডাহা ফেল। নেহাল ওয়াধেরা এখনও অবধি ৬ ম্যাচে ১৬.১৬ এর গড়ে মাত্র ৯৭ রানই করেছেন।

রাহুল ত্রিপাঠি

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল ত্রিপাঠি। গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই তরুণ ব্যাটার এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন। এবারের আইপিএল নিলামে রাহুল ত্রিপাঠির বেস প্রাইস ছিল ৭৫ লাখ। CSK তাঁকে ৩.৪০ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। রাহুল ত্রিপাঠি এখনও অবধি SMAT-এ ৫ ম্যাচ খেলেছেন। সেখানে ২২-র গড়ে মাত্র ১১০ রানই করতে পেরেছেন তিনি।

অংকৃষ রঘুবংশী

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অংকৃষ রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অংকৃষ রঘুবংশীর এবারের আইপিএলের মেগা নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল। KKR তাঁকে ৩ কোটি টাকা দিয়ে নিজেদের দলে নিয়েছে। গতবারও KKR-এই ছিলেন অংকৃষ রঘুবংশী। তবে কোটিপতি হওয়ার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। অংকৃষ রঘুবংশী ৪ ম্যাচে ২৮ এর গড়ে মাত্র ৮৪ রানই করতে পেরেছেন এখনও অবধি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join