বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইডেন গার্ডেন্সের ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তবে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শানানোর আগে নিজস্ব অস্ত্র শানিয়ে নিচ্ছে সূর্যকুমার যাদবের দল। গত শনিবার জয়সওয়াল-পন্থদের বাদের খাতায় রেখেই বাটলার বাহিনীর বিপক্ষে স্কোয়াড ঘোষণা করে ভারত।
সমস্ত জল্পনা উড়িয়ে হার্দিকের বিকল্প হিসেবে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল। সেই সাথে দলে জায়গা হয়েছে অভিষেক শর্মা-রিঙ্কু সিং ও হর্ষিত রানাদের। সূত্র বলছে ফর্ম খুব একটা ভাল না হওয়া সত্ত্বেও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে বাদ পড়তে হবে তাঁদের।
চাপে রয়েছেন অভিষেক শর্মা!
ভারতীয় দলের কোচিং বিভাগের দায়িত্ব গৌতম গম্ভীরের কাঁধে উঠতেই বারংবার মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ব্যর্থতা ঢাকতে এবার উঠেপড়ে লেগেছেন গৌতম গম্ভীর। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা হওয়া বেশ কয়েকজন খেলোয়াড়কে আর নতুন করে সুযোগ দিতে রাজি নন গম্ভীর। মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজেই শেষবারের মতো নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন 4 ভারতীয় ক্রিকেটার।
আর সেই তালিকায় নাম রয়েছে তরুণ ক্রিকেটার অভিষেক শর্মারও। হ্যাঁ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে মোট 12 টি ম্যাচ খেলে 256 রান হাঁকানো এই খেলোয়াড়কে এবারই নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। কাজেই জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করা অভিষেকের কাঁধে ইংল্যান্ড সিরিজ নিয়ে যে বাড়তি চাপ রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। কেননা, শর্মার বর্তমান ফর্ম খুব একটা ভাল না থাকা সত্ত্বেও তাঁকে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে স্কোয়াডে রেখে বিরাট সাহসিকতার পরিচয় দিয়েছে ম্যানেজমেন্ট। এবার সেই বিশ্বাসের দাম রাখতে হবে ভারতের 4 নম্বর জার্সিকে।
শেষ সুযোগ পাচ্ছেন রিঙ্কু!
অভিষেক শর্মার পর যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট কর্তারা সবচেয়ে বেশি চাপে রয়েছেন তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ভারতের হয়ে এক প্রকার জ্বলে উঠেছিলেন এই তরুণ প্রতিভা। জাতীয় দলের জার্সি গায়ে মোট 30টি টি-টোয়েন্টি ম্যাচে 507 রান করা এই রিঙ্কুই শুরুর দিকে তাঁর আইপিএলের ফর্ম ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মেলে ধরেছিলেন।
তবে খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা স্বস্তিদায়ক নয়। কিন্তু তা সত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে তাঁর। ফলত বোঝাই যাচ্ছে এই সুযোগই সম্ভবত রিঙ্কুর কাছে শেষ সুযোগ। কেননা, আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জায়গা করতে হলে ইংল্যান্ড সিরিজে নিজের জলবা দেখাতেই হবে নাইট তারকাকে।
শিকে ছিঁড়বে ধ্রুব জুড়েল এবং হর্ষিত রানার ভাগ্যে?
ডেবিউ না হলেও ভারতীয় দলে বারবার সুযোগ পেয়েছেন KKR তারকা হর্ষিত রানা। অধিকাংশই মনে করেন, গৌতম গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত। আর সেই কারণেই জাতীয় দলে বারংবার ডাক পান তিনি। তবে সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার এখনও পর্যন্ত করে উঠতে পারেননি রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর পারফরমেন্স খুব একটা ভাল ছিল না। কাজেই এবারের সুযোগ হাতছাড়া করলে বিপদ বাড়বে নাইট নক্ষত্র হর্ষিতের।
রানার পাশাপাশি চাপে রয়েছেন তরুণ ভারতীয় উইকেট কিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলও। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে তাঁর। তবে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে এই সুযোগই আপাতত তাঁর শেষ সুযোগ হবে যদি না দলকে ভাল পারফরমেন্স উপহার দিতে পারেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত মাত্র 2 আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে 64 রান করেছেন জুরেল।