কৌশিক দত্তঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁদের সম্পূর্ণ দল সাজিয়ে নিয়েছে। এ বছর মোট ২১ জন প্লেয়ার রয়েছে KKR-এ। তাঁদের মধ্যে ১১ জনই তাঁদের কাপজয়ী দলের সদস্য। বাকিরা নতুন। এছাড়াও কেকেআর তাঁদের পুরনো প্লেয়ার অজিঙ্কা রাহানেকেও দলে ফিরিয়েছে। নতুন যাদের দলে নিয়েছে KKR তাঁদের মধ্যে কুইন্টন ডি কক, মঈন আলী, রোভম্যান পাওয়েল, স্পেন্সার জনসন উল্লেখযোগ্য। এদের থেকে অনেক আশা রয়েছে KKR ম্যানেজমেন্টের।
এক নজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার লিস্ট | Kolkata Knight Riders Players List |
- ১) ভেঙ্কটেশ আইয়ার
- ২) অ্যানরিখ নরকিয়া
- ৩) কুইন্টন ডি কক
- ৪) অংকৃষ রঘুবংশী
- ৫) রহমানুল্লাহ গুরবাজ
- ৬) বৈভব অরোরা
- ৭) রোভম্যান পাওয়েল
- ৮) মায়াঙ্ক মার্কন্ডে
- ৯) মণীশ পাণ্ডে
- ১০) স্পেন্সার জনসন
- ১১) অজিঙ্কা রাহানে
- ১২) লুভনিথ সিসোদিয়া
- ১৩) মঈন আলী
- ১৪) অনুকূল রায়
- ১৫) উমরান মালিক
- ১৬) রিঙ্কু সিং
- ১৭) রমনদীপ সিং
- ১৮) হর্ষিত রানা
- ১৯) আন্দ্রে রাসেল
- ২০) সুনীল নারিন
- ২১) বরুণ চক্রবর্তী
তবে কলকাতা নাইট রাইডার্স এখনও তাঁদের অধিনায়ক কে হবেন, তা বেছে উঠতে পারেনি। অধিনায়ক ছাড়া আরও কয়েকটি সমস্যায় ভুগছে KKR। সেগুলি হল ওপেনে কে কে নামবে? প্রথম একাদশে কোন কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে? আর প্রথম একাদশে কোন ৪ জন বিদেশি প্লেয়ার খেলবেন?
কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি
বিশেষজ্ঞদের মতে KKR ওপেনিংয়ের জন্য তিনটি জুটি বেছে নিতে পারে। প্রথমটি হল, রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নরেন। দ্বিতীয় জুটিঃ ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় জুটিঃ কুইন্টন ডি কক ও সুনীল নরেন। তবে এগুলো এখনই চূড়ান্ত নয়, নাইট ম্যানেজমেন্ট এখনও বাকি বিকল্পও দেখছে।
যেই ৪ বিদেশি সুযোগ পাবেন KKR-র প্রথম একাদশে
এখন আরেকটি সমস্যা হল, প্রথম একাদশে কোন কোন বিদেশি প্লেয়ারকে সুযোগ দেবে কেকেআর? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, প্রথম একাদশে সুযোগ পাওয়া দুজন বিদেশির নাম চূড়ান্ত করেই রেখেছে KKR। তাঁরা হলে, সুনীল নরেন ও আন্দ্রে রাসেল। বাকি দুজন কারা হবেন? বাকি দুজনার মধ্যে কুইন্টন ডি কক ও স্পেন্সার জনসনের নাম সবার আগে থাকবে বলে মত বিশেষজ্ঞদের। এরপর পঞ্চম পছন্দ থাকবেন অ্যানরিখ নরকিয়া। জনসন ভালো পারফর্ম করতে না পারলে অ্যানরিখ নরকিয়াকে সুযোগ দেওয়া হবে।
প্রথম একাদশে যাদের সুযোগ দিতে পারে KKR
সুনীল নারিন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেন্সার জনসন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |