টিম ইন্ডিয়ার হারের কারণ হয়ে দাঁড়াবে চতুর্থ দিনের এই ৫টি বড় ভুল

Published on:

india vs australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতকে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অস্ট্রেলিয়া (India Vs Australia)। শুরুর দিকে শত্রুপক্ষকে 6 উইকেটে নাস্তানাবুদ করা ভারত এখন কামিন্সদের বড় লক্ষ্যের সুতোয়ে বাঁধা পড়ে রয়েছে। আর সেই গন্তব্য বুক চিতিয়ে সুনিশ্চিত করতে হবে রোহিতদের। তবে তার আগে দলের দুরবস্থার নেপথ্যে চতুর্থ দিনে মেলবোর্নের 22 গজে ভারতের ছেলেদের একের পর এক ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সমর্থকরা। অজিদের বিরুদ্ধে মূলত 5টি ভুলকে সামনে রেখেই পরাজয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছে ভারতীয় দল।

যশস্বীর 3 ভুলের মাসুল গুনছে ভারত!

WhatsApp Community Join Now

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ছেলেদের রানের পাহাড় তৈরির পেছনে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণ তারকা যশস্বী জয়সওয়ালের বিশেষ 3টি ভুল। হ্যাঁ, চতুর্থ দিনের ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে নেমে 3টি ক্যাচ ফসকে দলকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন জয়সওয়াল। চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে 70 রানকারী লাবুশেনের ক্যাচ মিস করেছিলেন ভারতের এই তরুণ প্রতিভা। যা দলের জন্য অভিশাপ বয়ে এনেছে। এদিন আপ্রাণ চেষ্টা করেও অস্ট্রেলিয়ার আরও 2 তারকা প্যাট কামিন্স ও উসমান খাজার ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। যার মাসুল রবিবারের পর পঞ্চম দিনেও ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হতে পারে ভারতকে।

ভারতের কঠিন অবস্থার দায়ভার বুমরাহর কাঁধে!

মেলবোর্নে অজিদের ঘরের মাঠে আক্রমণ শানাতে গিয়ে নতুন ভুল করেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এদিন ভারতীয় তারকার ছন্দপতনের সূত্রপাত হয় নাথান লিয়নের সামনে। এই সময়ে বুমরাহর দুরন্ত বলে স্লিপে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন অজি তারকা। তবে সাফল্যকে খুব কাছ থেকে দেখলেও কিছু মুহূর্তের মধ্যেই সেই দিবা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। রাহুলের হাতে ক্যাচ হওয়া বলটি নো ডেকে বসেন আম্পায়ার। যার জেরে 22 গজে প্রাণ ফিরে পান অস্ট্রেলিয়ার ধুরন্ধর ব্যাটসম্যান নাথান।

 

অজিদের লক্ষ্যে বাধ সাঁধতে পারেননি সিরাজ

জয়সওয়াল-বুমরাহদের মতোই মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে দলকে বাঁচাতে গিয়ে ব্যর্থতার পরিধি বাড়িয়েছেন ভারতের তারকা পেসার মহাম্মদ সিরাজও। তবে এদিন ভারতীয় তারকার ভুল একেবারেই ইচ্ছাকৃত ছিল না। ম্যাচ যখন শেষ লগ্নে পৌঁছবে ঠিক সেই মোক্ষম সময়ে 22 গজে দাপট দেখাচ্ছেন নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড জুটি। এই সময়ে অজি তারকা নাথানকে বল করার পর উড়ে আসা ক্যাচ মিস করেন সিরাজ। যদিও ক্যাচটি একেবারে সহজ ছিল না। তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন, সিরাজ যদি এই ভুল না করতো তাহলে হয়তো চতুর্থ দিনে 300 রানের লিড নিয়ে পাহাড়ে চড়ে বসতে পারত না কামিন্স বাহিনী।

সঙ্গে থাকুন ➥
X