এবারের IPL নিলামে বিরাট দর উঠবে ৫ আনক্যাপড প্লেয়ারের, তালিকায় KKR-র দুই প্রাক্তনী

Published on:

angkrish raghuvanshi kkr

কলকাতাঃ ৩১ অক্টোবর IPL-র সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোই নিজেদের রিটেন করা প্লেয়ারদের লিস্ট জারি করেছে। এবারের আইপিএলে সবথেকে চমকপ্রদ জিনিস হল, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দিল্লি ক্যাপিটলস ও লখনউ সুপার জায়ান্টস তাঁদের অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ ও কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে। এছাড়াও পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নতুন অধিনায়কের খোঁজে রয়েছে। এটুকু বোঝা যাচ্ছে যে, এবারের IPL অকশনে বড়সড় ধামাকা হতে পারে।

WhatsApp Community Join Now

ওদিকে এবার আইপিএলের নিলামে এমন ৫ প্লেয়ার রয়েছেন, যাদের দর ভালোই উঠতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। না, এরা কেউ চিরাচরিত চেনা মুখ নয়। এমনকি এরা এখনও ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি। কিন্তু এবারের IPL-এ কপাল খুলতে পারে এদের।

আশুতোষ শর্মা | Ashutosh Sharma |

গত মরসুমে পঞ্চাজ কিংসের হয়ে খেলেছিলেন আশুতোষ শর্মা। তাঁর ফিনিশিং ক্ষমতা এবং পাওয়ার হিটিং দেখার মতো ছিল। কিন্তু এবার তাঁকে রিটেন করেনি পঞ্জাব। ১৬৭-র স্ট্রাইক রেট থাকা এই তরুণ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে হয়ত ভুলই করেছেন পঞ্জাব। ২৬ বছর বয়সী আশুতোষ এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে IPL-র নিলামে অংশগ্রহণ করছেন। আশা করা যাচ্ছে যে, এবার তাঁর দর আগের থেকে অনেক বেশি বাড়তে পারে।

রাসিখ সালাম | Rasikh Salam |

ভারতের আরেক তরুণ প্লেয়ার হলেন রাসিখ সালাম। ২০২৪-র মরসুমে তিনি দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলেছিলেন। যদিও সেই মরসুম তাঁর কাছে ভালো ছিল না। আর এই কারণে দিল্লি তাঁকে ছেড়ে দেয়। কিন্তু ইমার্জিং এশিয়া কাপে দুরন্ত পার্ফরম দেখান রাসিখ। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে জম্মু কাশ্মীরের এই তরুণ বোলার নিজের গুরুত্ব বোঝান। এবারের নিলামে তাঁর দরও ওঠার সম্ভাবনা রয়েছে।

অভিনব মনোহর | Abhinav Manohar |

গত মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন অভিনব মনোহর। কিন্তু বেশি সুযোগ পাননি তিনি। সম্প্রতি মহারাজা T20 টুর্নামেন্টে নিজের দক্ষতার প্রদর্শন করেন অভিনব। ১৯৬.৫ এর স্ট্রাইক রেট, ৮৪.৫ এর গড়ে ৫০৭ রান করেছিলেন তিনি। মধ্যভাগে নেমে এমন স্ট্রাইকরেট বজায় রাখা একটু আধটু ব্যাপার না। এই কারণে এবারের অকশনে অভিনবর দিকেও নজর রাখছে ফ্রাঞ্চাইজিগুলি।

বৈভব আরোরা | Vaibhav Arora |

কলকাতা নাইট রাইডার্সে হর্ষিত রানা ও মিচেল স্টার্কের যোগ্য সঙ্গী ছিলেন তিনি। বৈভব এমনই এক বোলার যিনি হার্ড-লেন্থ পেস এবং নিয়ন্ত্রণ উভয়ই প্রদান করেন। ২০২৪-এ KKR এর হয়ে ১০ টি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে ১১ টি উইকেটও নেন। বেস্ট ২৭ রানে ৩ উইকেট। কিন্তু KKR এবার তাঁকে ৬ জনের তালিকায় রাখতে পারেনি। তবে এবারের নিলামে বৈভবের ডিমান্ড আরও বাড়বে বলেই আশা।

অংকৃষ রঘুবংশী | Angkrish Raghuvanshi |

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তরুণ ব্যাটার যিনি এবারের IPL নিলামে চমক দেখাতে পারেন। ১৯ বছর বয়সী অংকৃষ রঘুবংশী ২০২৪ সালে KKR দলের হয়ে IPL-এ অভিষেক করেন। তাঁর মধ্যে যে পাওয়ার হিটিং ক্ষমতা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অংকৃষ রঘুবংশী ২০২৪-এ কলকাতার হয়ে মাত্র ১০টি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে ১৫৫.২৪ এর স্ট্রাইক রেট ও ২৩.২৯ এর গড়ে ১৬৩ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৫৪।

সঙ্গে থাকুন ➥
X