বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত-বিরাট জামানার পর এবার লাল বলের ফরম্যাটে ভারতের নতুন নেতা শুভমন গিল। তাঁর নেতৃত্বেই ইংলিশদের বিরুদ্ধে আক্রমণ শানাবেন ভারতের ছেলেরা। ওদিকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋষভ পন্থ। তবে দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভাল পারফরমেন্স সত্বেও দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার।
একইভাবে ফিটনেসের প্রশ্ন তুলে বাদ দেওয়া হয়েছে তারকা পেসার মহম্মদ শামিকেও। এছাড়াও সরফরাজ খান, অজিঙ্কা রাহানেরা ইংল্যান্ড সফরের দল থেকে বহুদূরে। এহেন আবহে, এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি অর্থাৎ ড্রেসিংরুমের খবর ফাঁস করার মতো ভয়ানক অভিযোগ উঠছে। জানা যাচ্ছে, প্রধান কোচ গৌতম গম্ভীরই (Gautam Gambhir) নাকি ওই স্বদেশীর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ করেছেন।
গম্ভীরের নিশানায় এই ভারতীয়
বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের পর্যালোচনা সভায় নাকি সরফরাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন গৌতম গম্ভীর। জানা যাচ্ছে, তরুণ ভারতীয় ক্রিকেটার প্রসঙ্গে গম্ভীর এমন কিছু বলেছেন যা সত্যিই অকল্পনীয়। বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, ড্রেসিংরুমের যাবতীয় খবর ফাঁস করেন সরফরাজ, এমন কথাই নাকি মুখ ফসকেছে গম্ভীরের।
সূত্র বলছে, সরফরাজ খানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজে হারের পর ওই আলোচনা সভা হয়েছিল। জানা গিয়েছে, সেখানেই সরফরাজের বিরুদ্ধে এমন ভয়ানক অভিযোগ এনেছিলেন গম্ভীর। তবে শুধুই খান নন, সরকারি কোচ অভিষেক নায়ারের বিরুদ্ধেও ড্রেসিংরুমের খবর বাইরে পাচার করার অভিযোগ তুলেছিলেন প্রধান কোচ গম্ভীর। আর তাতেই নাকি নায়ারের চাকরি খেয়েছে BCCI। এবার কি তাহলে সরফরাজের কেরিয়ারও শেষ হবে?
অবশ্যই পড়ুন: ভারত, আফগানিস্তানের পর আরেক প্রতিবেশীর কাছ থেকে ঘাড় ধাক্কা খেল পাকিস্তান!
সরফরাজের কেরিয়ার কি শেষের পথে?
টিম ইন্ডিয়ার প্রধান কোচের অভিযোগের ভিত্তিতে খুব সম্ভবত অভিষেক নায়ারকে ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার কি তাহলে সরফরাজের পালা? ওয়াকিবহাল মহল মনে করছে, সত্যিই যদি গম্ভীর এমন কোনও অভিযোগ করে থাকেন, আর সেই অভিযোগ যদি সত্যি হয়, সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার চাপের মুখে পড়তে পারে। অনেকেই বলছেন, ভারতীয় দলের খবর বাইরে পাচার করার মতো গুরুতর অপরাধ যদি সরফরাজ করে থাকেন তবে তা সত্যিই নিন্দনীয়, এই ঘটনার যোগ্য জবাব দেওয়া উচিত!