বিক্রম ব্যানার্জী, কলকাতাঃ অজিভূমিতে চলমান বর্ডার গাভাস্কার টেস্টে (India Vs Australia) কামিন্সদের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত রোহিতরা। তবে মেলবোর্নের মাটিতে অজি তারকাদের তোপের মুখে পড়লেও সেই পথ পিছনে ফেলে অনেকটাই হেঁটে এসেছে ভারত। এহেন আবহে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে পা রাখতেই উসকে গেল 3 বছর আগের স্মৃতি। আজকের দিনেই অস্ট্রেলিয়ার ময়দানে ভারতের অভিজ্ঞ তারকার জ্বলে ওঠার দৃশ্য স্মরণ করলেন ভক্তরা।
অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তারকার স্মরণীয় সেঞ্চুরি
মেলবোর্নের রণক্ষেত্রে অজিদের বিপক্ষে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন ভারতের অভিজ্ঞ খেলোয়াড় তথা কেকেআরের নয়া সৈনিক অজিঙ্কা রাহানে। ভারতীয় তারকার সেবারের জ্বলে ওঠার দৃশ্য যেন ভক্ত মনে নতুন ভাবে ধরা দিয়েছে। আজকের দিনেই 2021 সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের অধিনায়কত্ব করছিলেন রাহানে। ওই দিন কিং কোহলির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব কাঁধে চেপেছিল তাঁর।
আর সেই গুরু দায়িত্ব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে পালন করেছিলেন 27 নম্বর জার্সি। মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান বোলারদের রানের ঝোড়ো হাওয়া দেখিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 2021 সালের এই স্মরণীয় দিনে দলের হয়ে 112 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রাহানে। যা আজকের দিনে স্মরণ করার মতোই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জায়গা করতে মরিয়া ভারত
বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে মাঠে নামা অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে দাপট দেখিয়ে রানের পাহাড়ে চড়ে বসেছিল। কনস্টাসদের পর শেষ পর্যন্ত অপরাজিত স্মিথের 140 রানের রথে চেপে ভারতকে 474 রানের বড় গন্তব্য দেখায় অস্ট্রেলিয়া। এদিন শুরুতে দাপট দেখালেও ম্যাচ কিছুটা গড়াতেই জসপ্রীত ও আকাশ দীপদের কাছে মাথা ঝোঁকাতে হয়েছিল অজি ব্যাটারদের। অন্যদিকে অস্ট্রেলিয়ার তৈরি লক্ষ্য ভেদ করতে এসে গলদঘর্ম অবস্থা হয়েছে অধিনায়ক রোহিত শর্মার।
রাহুলকে সরিয়ে ওপেন করতে এসে মাত্র 3 রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। বর্তমানে 7 বলে পন্থ এবং জাদেজা দুজনেই সম্মান রক্ষার লড়াইয়ে মাঠে টিকে রয়েছেন। বলা বাহুল্য, বর্তমানে বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম দুটিতে জয় হাসিল করেছে দুই দলই। যার জেরে 1-1 সমতায় রয়েছেন রোহিত-কামিন্সরা। তবে সেসব এখন অতীত, বর্তমান শুধুই চতুর্থ টেস্ট। যা একবার উত্তরে যেতে পারলেই 2-1 ব্যবধানে এগিয়ে যাবে জয়ী দল।