বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরল ঘটনার সাক্ষী থাকলো অজিদের সিডনি ময়দান! চলতি টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে মাঠ দখলকারী ভারতীয় দলকে (Team India) 185 রানে গুড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। আর এই ক্ষতির জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পাল্টা দিয়েছে বুমরাহ-সিরাজরা। ভারতের বোলিং দাপটের কাছে মাথা নুইয়ে মাঠ ছেড়েছে লক্ষ্যভ্রষ্ট অস্ট্রেলিয়া। যার জেরে 4 রানের লিড নিয়ে দগদগে ক্ষততে মলম লাগাচ্ছে ভারতীয় দল।
তবে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সিডনি টেস্টের দ্বিতীয় দিন স্মরণীয় করে রেখেছে ভারতের বিশেষ কীর্তি। অস্ট্রেলিয়াকে 181 রানে ফিরতি পথ দেখিয়ে 4 রানে ভারতের লিড নেওয়ার ঘটনাটি SCG-র ইতিহাসে বিরল। সূত্র বলছে, এত কম রানে শত্রুপক্ষকে অলআউট করার ঘটনা প্রায় 70 বছর পর ফের চেখে দেখল সিডনি গ্রাউন্ড।
সিডনিতে 70 বছর পর নতুন রেকর্ড!
বেশি কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অস্ট্রেলিয়াকে সিডনির মাঠে 200 রানের আগেই থামিয়ে দেওয়ার দৃশ্য দ্বিতীয়বারের জন্য চাক্ষুষ করল দর্শকরা। যদিও অস্ট্রেলিয়ার সেই স্মরণীয় ম্যাচের স্মৃতি সমর্থকদের মন থেকে এক প্রকার মুছে যেতে বসেছিল। তবে চলতি সিডনি টেস্ট প্রায় 70 বছর পর উসকে দিল সেই স্মৃতি বিজরিত দিন।
এই ঘটনার আগে সম্ভবত 1980 সাল নাগাদ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচে সমগোত্রীয় ঘটনার সাক্ষী থেকেছিল সিডনির রণক্ষেত্র। সেবার ব্যাট করতে এসে অজি বাহিনীর কাছে 123 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 145 রান তুলেছিল। আর এই ঘটনাই প্রথম, সিডনি ময়দানকে 200 রানের কম লক্ষ্য বাঁধতে দেখায়। যেই স্মৃতিকে পুনরায় ফিরিয়ে এনেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি সিডনি টেস্ট।
বুমরাহর অনুপস্থিতির সুযোগ নেবে অস্ট্রেলিয়া?
সিডনির দ্বিতীয় দিনের ম্যাচ মধ্যাহ্নভোজের বিরতিতে গড়াতেই টিম ইন্ডিয়া শিবিরে দুঃসংবাদ বয়ে আনে তারকা পেসার ওরফে টেস্ট দলের স্ট্যান্ড ইন অধিনায়ক বুমরাহর অজানা চোট। এদিন যন্ত্রণায় কাতর বুমরাহকে স্টেডিয়াম থেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ভারতীয় তারকার চোটের ধরন এখনও পর্যন্ত বোঝা যায়নি। সূত্র বলছে, সম্ভবত পিঠের চোটের কারণেই মাঠ ছেড়েছেন বুমরাহ। বিপদ এড়াতে শীঘ্রই তাঁর পিঠের স্ক্যান করা হতে পারে।
তবে দলের সঙ্গ ছাড়ার আগে ভারতকে এক প্রকার চালকের আসনে বসার সুযোগ করে দিয়ে গেছেন জসপ্রীত। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে চেনা ছন্দে ছিলেন বুমরাহ। শত্রু শিবিরে আঘাত হেনে 2 উইকেট তুলে নেন তিনি। যার জেরে লিড নেওয়ার রাস্তাটা অনেকটাই সহজ হয়েছে ভারতীয় দলের জন্য। তাঁর অনুপস্থিতিতে সিডনি টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব চেপেছে বিরাট কোহলির কাঁধে। তবে অনেকেই মনে করছেন, চোটের কারণে বুমরাহ সিডনিতে না ফিরলে দক্ষ হাতে সেই সুযোগের সদ্ব্যবহার করবে কামিন্স বাহিনী।
যদিও বুমরাহ চলে যাওয়ার পর এক ফোঁটাও ধার কমেনি দলের বাকি বোলারদের অস্ত্রে। জসপ্রীতের বিদায়ের পর একের পর এক উইকেট ভেঙেছে ভারত। 3টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। উইকেট ভেঙেছেন নীতিশ কুমার রেড্ডিও। তবে দলের বোলিং লাইন আপ শক্ত থাকলেও বুমরাহর অনুপস্থিতি নিয়ে আশঙ্কা বেড়েছে ভারতীয় ব্রিগেডে।