চেরনিশভের হাতে মোহন-তরী! ডার্বির সকালে বাড়ল উত্তেজনা

Published on:

mohun bagan sg vs mohammedan sc

মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG vs Mohammedan SC) ধরাশায়ী করার জন্য প্রস্তুত মহামেডান স্পোর্টিং ক্লাব। অনুশীলনে চনমনে সাদা কালো-ব্রিগেড। ডার্বি জয়ের লক্ষ্যে নীল নকশা তৈরি করেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে মহামেডান। যেখানে দেখা যাচ্ছে চেরনিশভের হাতে পালতোলা নৌকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেষ ম্যাচে হেরেছে মোহনবাগান

দেশের সর্বোচ্চ ফুটবল লিগে বহু দিন পর মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান ভাল দল গঠন করেও প্রত্যাশা মতো ফলাফল করতে পারছে না। ইন্ডিয়াম সুপার লিগে বাগান তাদের শেষ ম্যাচে ০-৩ গোলে হেরেছে বেঙ্গালুরু এফসির কাছে। মহামেডান তাদের শেষ ম্যাচে হারিয়েছে চেন্নাইয়িন এফসিকে। পয়েন্টের বিচারে মোহনবাগান ও মহামেডান দুই দল সমানে-সমানে।

তিন পয়েন্ট আদায় করাই লক্ষ্য

মোহনবাগান সুপার জায়ান্টের হেভিওয়েট দলকে একেবারেই ডরাচ্ছে না মহামেডান স্পোর্টিং ক্লাব। বরং খোলা মনে মাঠে নেমে তিন পয়েন্ট আদায় করাই তাদের লক্ষ্য। এই হালভোল্টেজ ম্যাচের জন্য ছেলেদের মানসিকভাবে প্রস্তুত করেছেন আন্দ্রে চেরনিশভ। তিনি বলেছেন, “আইএসএলের মতো টুর্নামেন্টে খেলতে গেলে নিজের ওপর ও দলের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতেই হবে। আমিও যে কিছু করতে পারি, সেই আত্মবিশ্বাস রাখতে হবে। যদি তা না থাকে, তা হলে মাঠে না নামাই ভাল।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলার আভাস দিয়েছেন মহামেডান কোচ। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল, “মোহনবাগান এসজি শুধু যে আইএসএলের অন্যতম সেরা দল, তা নয়, ওরা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দল। ওরা অনেক খেতাব জিতেছে এবং সত্যিই শক্তিশালী দল। ওদের মতো শক্তিশালী বিরুদ্ধে নামার জন্য আমাদের তৈরি থাকতেই হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group