বেজায় অসম্মান! ইংল্যান্ডে ভারতীয় দল থেকে বাদ বড় তারকা! এন্ট্রি নেবেন এই তরুণ

Published:

A star cricketer may be dropped from the team india in England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত-বিরাটহীন ভারতীয় দলকে (Team India) এবার নেতৃত্ব দেবেন শুভমন গিল। ইংলিশদের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজে গিলের ওপর প্রধান দায়িত্ব দিয়ে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে সহ অধিনায়ক করেছে বোর্ড।

সেই মতোই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এহেন আবহে, কানে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন টিম ইন্ডিয়ার এক মহাতারকা। কে তিনি?

ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন এই মহাতারকা

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঘোষিত তো দলে শুভমনের ডেপুটি হিসেবে জায়গা পেয়েছেন পন্থ। তবে শেষ পর্যন্ত ইংলিশদের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে রাখা হবে কিনা সে বিষয়ে রয়েছে গভীর সংশয়। কেননা, সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যানকেও ছাপিয়ে যাচ্ছেন এক ভারতীয় তরুণ।

হ্যাঁ, ইংলিশদের বিরুদ্ধে টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব পেলেও, ফার্মের নিরিখে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন পন্থ। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ছাড়া আর কোনও ক্ষেত্রেই দাগ কাটতে পারেননি ঋষভ। ফলত, তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামিয়ে নাকি ব্যর্থতা দেখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। যদিও এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধেই সেঞ্চুরি রয়েছে পন্থের। তবে সেই পুরনো হিসেব মাথায় রেখে ঋষভকে প্রথম একাদশে জায়গা দেওয়া হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জায়গা হতে পারে তরুণ তুর্কির

সাম্প্রতিক সময়ে ঋষভের ব্যাটে খরা দেখা গেলেও দুরন্ত ছন্দে রয়েছেন ভারতের আরেক তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল। বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আনুষ্ঠানিক টেস্টে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। বলা বাহুল্য, ভারতের এই 24 বছর বয়সী তরুণ এর আগে বিদেশের মাটিতে তিন ইনিংসে 3টি অর্ধশতরান করেছেন। ফলত, সাম্প্রতিক পারফরমেন্স দেখে এই তরুণ ক্রিকেটারকে হেড কোচ গম্ভীর যদি প্লেয়িং ইলেভেনে খেলান সেক্ষেত্রে পন্থের বাদ পড়া নিশ্চিত।

অবশ্যই পড়ুন: নির্ধারিত সময়ের আগেই ডুববে কলকাতা! ঘরছাড়া হবেন কয়েক কোটি মানুষ! ভয়ঙ্কর রিপোর্ট

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত দল

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক) যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, কে এল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join