ইস্টবেঙ্গলের সংসার ভাঙতে চলেছে এই বিদেশি ক্লাব! চলে যাচ্ছেন বড় তারকা!

Published:

A Swedish club is interested in signing Dimitrios Of East Bengal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে মোহনবাগান সহ অন্যান্য দলগুলির অনবদ্য পারফরমেন্সের মাঝে ক্রমশ ফিকে হয়ে এসেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গলের (East Bengal) রঙ। গত ইন্ডিয়ান সুপার লিগে জোড়া শিরোপা জিতে নেয় প্রতিবেশী মোহনবাগান, আর সেই পর্বে দাঁড়িয়ে একেবারে ব্যর্থতার দিন গুনে গুনে গুছিয়ে রেখেছে লাল হলুদ।

যদিও পুরনো ভুল ত্রুটি শুধরে নিতে আসন্ন মরসুমের জন্য ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে ইমামির মালিকানাধীন দল। ঘর গোছাচ্ছে, অন্যান্য দলগুলিও। এমতাবস্থায় শোনা যাচ্ছে নতুন খবর। সূত্র বলছে, ইস্টবেঙ্গলের বিদেশি ছাঁটাইয়ের আবহে এবার এক লাল হলুদ তারকাকে সই করিয়ে নিতে পারে বিদেশের এক ক্লাব।

ইস্টবেঙ্গল তারকাকে সই করাতে চায় বিদেশি ক্লাব

সদ্য শেষ হওয়া মরসুম শুরুর আগেই বিদেশি সই করাতে একেবারে উঠে পড়ে লেগেছিল লাল হলুদ। সেই মতো বহু তুখড় ফুটবলারকে দলে টেনে নেয় ইস্টবেঙ্গল এফসি। সেই সূত্রেই, লাল হলুদ শিবিরে আসা ধুরন্ধর ফুটবলার দিমিত্রিওস ডায়মান্তাকোসের।

অবশ্যই পড়ুন: কেন পাকিস্তানকে সমর্থন করছে তুর্কি? ফাঁস হল আসল কারণ

তবে সম্প্রতি যা খবর আসছে, খুব শীঘ্রই এই বিদেশি ফুটবলারকে ছাঁটাই করতে পারে লাল হলুদ। সূত্রে বলছে, সম্প্রতি শেষ হওয়া সিজনে সেভাবে নিজের ফুটবল দক্ষতা দিয়ে দাগ কাটতে পারেননি দিমিত্রিওস। তাই ভুল ত্রুটি শুধরে নেওয়ার মাঝেই তাঁর সাথে আর সম্পর্ক দীর্ঘায়িত করতে রাজি নয় লাল হলুদ ম্যানেজমেন্ট।

আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ইস্টবেঙ্গলের এই গ্রিক ফরোয়ার্ডকে দলে নিতে চাইছে এক বিদেশি ক্লাব। হ্যাঁ, বেশ কয়েকটি সংবাদ সূত্র অনুযায়ী, ইস্টবেঙ্গলের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিওসকে সই করাতে চাইছে সুইডিশ ক্লাব মালমো এফএফ। শোনা যাচ্ছে, এই বিদেশির সাথে আগামী বছর পর্যন্ত চুক্তি ছিল লাল হলুদের। তবে এই মুহূর্তে তাঁকে রেখে আর ব্যর্থতা বাড়াতে আগ্রহী নয় ইস্টবেঙ্গল, তাই খুব সম্ভবত আগামী দু বছরের জন্য গ্রিক তারকাকে সই করিয়ে নিতে চায় সুইডেনের এই অতি পরিচিত দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join