শেষ ৬ ম্যাচে ৩টে সেঞ্চুরি, জাতীয় দলে ঢুকেই ছাড়বেন বাংলার এই ব্যাটার

Published on:

abhimanyu easwaran

প্রীতম সাঁতরাঃ নিজের কেরিয়ারের অন্যতম সেরা পর্যায়ে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। চলতি মরশুমের ঘরোয়া ক্রিকেটে আরও একবার সেঞ্চুরি করলেন তিনি। এই নিয়ে শেষ ছয় ম্যাচে তৃতীয় শতরান করলেন বাংলার অভিমুন্য ঈশ্বরণ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিজের খেলা চালিয়ে যেতে থাকেন অভিমুন্য

ইরানি কাপে (Irani Cup) চালকের আসনে মুম্বই (Mumbai vs Rest of India)। প্রথমে ব্যাট করতে নেমে ৫৩৭ রানের বিরাট স্কোর খাড়া করেছে তারা। এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অবশিষ্ট ভারত একাদশ। মাত্র ৯ রান করে আউট হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। তিন নম্বরে নেমে ৭৯ বলে ৩২ রানের জরুরি ইনিংস খেলেন সাই সুদর্শন। ১৬ রান করে আউট হন দেবদূত পাদিক্কল। রুতুরাজের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অভিমুন্য ঈশ্বরণ। উল্টো দিকে তিন ব্যাটার আউট হলেও নিজের থেলা চালিয়ে যেতে থাকেন তিনি।

লখনৌয়ের ইকানা স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং সহায়ক সেটা সরফরাজ খান আগেই প্রমাণ করেছেন। মুম্বইয়ের রানের পাহাড় খাড়া করার অন্যতম কারণ সরফরাজের দ্বিশতরান। অবশিষ্ট ভারত একাদশের এক বা একাধিক ব্যাটারকেও উইকেটে টিকে থেকে রান তুলতে হবে। আপাতত সেই কাজ করে যাচ্ছেন অভিমুন্য ঈশ্বরণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সঙ্গে ঈশান কিষাণ

১১৭ বলে ১০০ রান সম্পূর্ণ করেন অভিমুন্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট করছিলেন ঈশান কিষান। মুম্বইয়ের হয়ে শ্রেয়স আইয়ার রান পেয়েছেন। এবার ঈশানকেও নিজের নামের প্রতি সুবিচার করতে হবে।

 

শেষ ৬টি ঘরোয়া ম্যাচে অভিমুন্য ঈশ্বরণের পারফরম্যান্স:-

• ইরানি কাপে মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি
• দলীপ ট্রফিতে ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে ১৯ রান
• দলীপ ট্রফিতে ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে ১১৬ রান
• দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে অপরাজিত ১৫৭ রান
• দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে ৪ রান
• দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে ১৩ রান

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group