কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। আরও একবার সেঞ্চুরি করলেন তিনি। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে অভিমুন্য ও সুদীপ চ্যাটার্জির ব্যাটে ভর করে উত্তর প্রদেশের (Bengal vs Uttar Pradesh) বিরুদ্ধে চালকের আসনে রয়েছে বাংলা।
ক্রিজে রয়েছেন অভিমুন্য
উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে বাংলা ক্রিকেট দল। প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল বাংলা। শতরানের ইনিংস খেলেছিলেন সুদীপ চ্যাটার্জি (১১৬ রান) ও সুদীপ ঘরামি করেছিলেন ৯০ রান। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি অভিমুন্যর। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উত্তর প্রদেশের থেকে ২৩১ রানে এগিয়ে রয়েছে বাংলা একাদশ। ৫১ ওভার শেষে স্কোরবোর্ডে ২১২/১। সুদীপ চ্যাটার্জি এই ইনিংসেও শতরান স্পর্শ করতে পারতেন। আউট হলেন ১৫১ বলে ৯৩ রানে। ক্রিজে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ। ১৫১ বল খেলে ১১৪ রানে নট আউট। মেরেছেন ১২ টি বাউন্ডারি।
দলে জায়গা হয়নি অভিমুন্যর
চলতি বছর কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন অভিমুন্য ঈশ্বরণ। দলীপ ট্রফি, মুম্বই বনাম অবশিষ্ট ভারত একাদশ ম্যাচের পর এবার রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছেন বাংলার এই ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীরা দাবি করছেন, অভিমুন্য ঈশ্বরণকে এবার টেস্ট দলে ডাকা হোক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলে জায়গা হয়নি অভিমুন্যর।
HUNDRED BY ABHIMANYU EASWARAN.
– 4th consecutive century in first class cricket, his 27th hundred. He surely deserves the back-up spot at Border Gavaskar Trophy. 👌🇮🇳 pic.twitter.com/0qcPLRr9oC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 14, 2024
অভিমুন্য ঈশ্বরণের নাম কি ভাববেন বিসিসিআই কর্তারা?
বর্ডার গাভাস্কার সিরিজ আসন্ন। রোহিত শর্মাকে নিয়ে প্ৰশ্ন রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে না-ও খেলতে পারেন তিনি। রোহিত না খেললে বোর্ডকে তাঁর বিকল্প ক্রিকেটারের নাম চূড়ান্ত করতে হবে। বর্ডার গাভাস্কার সিরিজের জন্য অভিমুন্য ঈশ্বরণের নাম কি ভাববেন বিসিসিআই কর্তারা? ক্রিকেট প্রেমীরা উত্তরের অপেক্ষায়।