ভরাডুবির মধ্যেই KKR-র জন্য সুখবর! দলে ফিরতে পারেন পুরনো সতীর্থ

Published:

Abhishek Nayar may return to Kolkata Knight Riders
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র 8 মাসের মধ্যে অভিষেক নয়ারকে চাকরি থেকে ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নেপথ্যে ঠিক কোন কারণ, তা আলাদাভাবে উল্লেখ করেননি বোর্ড কর্তারা।

তবে সূত্র যা বলছে, অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ড্রেসিং রুম থেকে গোপন তথ্য ফাঁস হওয়ার জেরে নায়ারকে বরখাস্ত করেছে বোর্ড। এহেন আবহে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পুরনো গন্তব্যে ফিরবেন অভিষেক? হ্যাঁ! পুরনো ডেরা অর্থাৎ চেনা কলকাতা নাইট রাইডার্সে নায়ারের প্রত্যাবর্তন নিয়ে বেড়েছে জল্পনা। তবে সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়।

3 মহারথীকে একসঙ্গে ছাঁটাই করে BCCI

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই মেয়াদের মাত্র 8 মাসের মধ্যে গৌতম গম্ভীর ঘনিষ্ঠ সহকারি কোচ অভিষেক নায়ারের চাকরি খেয়েছে BCCI। তবে নায়ার একা নন, ফিল্ডিং কোচ টি দিলীপ ও গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ তথা প্রশিক্ষক সোহম দেশাইকেও 3 বছরের মেয়াদ শেষ হতেই বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট।

যদিও বর্তমানে, দলে দুই মহারথীর বিকল্প রয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সীতাংশু কোটাক, ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন রায়ান টেন দুশখাতে। কাজেই এখনই নায়ারদের বিকল্প নিয়ে বাড়তি চিন্তা নেই বোর্ডের। তবে শোনা যাচ্ছে, সোহম দেশাইয়ের বিকল্প প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত আদ্রিয়ান লেরক্সকে।

KKR-এ আদৌ যোগ দেবেন অভিষেক?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বড় ধাক্কার পর অনেকেই মনে করছেন, কলকাতার দুঃসময়ের মাঝে ফের চেনা নাইট শিবিরে ভিড়তে পারেন অভিষেক নায়ার। যদিও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। সূত্র বলছে, চলতি মরসুমে 7 ম্যাচের মাত্র তিনটিতে জিতে নাইটদের যা অবস্থা, তাতে নায়ারের প্রত্যাবর্তন কলকাতার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। যদিও ওয়াকিবহাল মহল বলছে, নায়ার যদি কলকাতায় ফেরেন তবে এ মরসুম তাঁকে অ্যাকাডেমিতেই কাটাতে হবে। এমন জল্পনার মাঝেই সম্ভবনা উসকে দিলেন নাইট তারকা বরুণ চক্রবর্তী।

অবশ্যই পড়ুন: আচমকা বদলে গেল ইস্টবেঙ্গল-কেরালা সুপার কাপ ম্যাচের সময়! কবে হবে খেলা?

বরুণের ইনস্টাগ্রাম পোস্ট

অভিষেক নায়ারের কলকাতায় ফেরার জল্পনার মাঝেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন পথপ্রদর্শক তথা নাইট শিবিরের পুরনো দিনের সৈনিক অভিষেকের সাথে বহু আগের একটি ছবি স্টোরিতে শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তী। খেলোয়াড়ের এমন পোষ্টের পরই নায়ারের নাইট শিবিরে প্রত্যাবর্তন একেবারে পাকা বলেই ধরে নিচ্ছেন সমর্থকরা।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join