ভারত-পাক ফাইনালে বাবর, রিজওয়ানের বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে অভিষেকের

Published:

Abhishek Sharma may Break rizwan and Babar Azam record in india vs pakistan Final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দু’বার হেরে এশিয়া কাপের ফাইনালে (India Vs Pakistan Final) ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। রবিবারের সেই হাই ভোল্টেজ ম্যাচের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ক্রিকেট প্রিয় মানুষজন। মনে করা হচ্ছে, ফাইনালের মঞ্চে পাকিস্তানের যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়া তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা।

কারণ, বিগত দুই ম্যাচে পাক বোলারদের যেভাবে পিটিয়েছেন তিনি, তাতে এমনিতেই ভীত সন্ত্রস্ত পাকিস্তান দল। অনেকেই বলছেন, আগামীকালও পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ফিনিশিং টাচ দেবেন অভিষেক। সেই সাথেই, ভেঙে ফেলবেন দুই পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের রেকর্ডও। কিন্তু কীভাবে?

অভিষেকের হাতে দুই পাকিস্তানির রেকর্ড ভাঙার বড় সুযোগ

টি-টোয়েন্টি ক্রিকেটে কেন তাঁকে এক নম্বর ব্যাটসম্যান বলা হয়, সেটা বারবার ব্যাট ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। আগামীকালের ম্যাচেও নিজের দক্ষতার জানান দেবেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচে পাকিস্তানিদের বিরুদ্ধে জ্বলে উঠে অভিষেক যদি আরেকটি মাত্র 30 প্লাস রান করতে পারেন তবে তিনি ভেঙে ফেলবেন পাক তারকা মহম্মদ রিজওয়ানের পুরনো রেকর্ড।

অবশ্যই পড়ুন: ছুটিতে ফুটবলাররা, বেতনও বাকি! IFA শিল্ড না খেলার সিদ্ধান্ত নিল মহামেডান

আসলে, টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ 7বার 30 প্লাস দান করেছেন ভারতীয় ক্রিকেটার অভিষেক। পাক স্টার রিজওয়ানও টি-টোয়েন্টিতে 7বার 30 এর বেশি রান করেছেন। তবে আগামীকাল শর্মা যদি আর একটি 30 প্লাস রান করে ফেলতে পারেন, তবে অষ্টম বারের মতো 30 প্লাস রান হাঁকিয়ে রিজওয়ানের রেকর্ড গুঁড়িয়ে দেবেন অভিষেক।

এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা 10 বার 25 প্লাস রান তুলেছেন ভারতীয় তারকা কে এল রাহুল। তারপরই নাম রয়েছে পাক ক্রিকেটার বাবর আজমের। তিনি 20 ওভারের সংস্করণে পরপর 8বার 25 এর বেশি রান করেছেন। হিসেব বলছে, আগামীকাল যদি পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক অন্তত 25 বা তার বেশি রান করেন, তবে এই রেকর্ডের নিরিখে তিনি ছাড়িয়ে যাবেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ বাবর আজমকেও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥