‘সে আমার পারফরমেন্সে খুশি হবে’, বিধ্বংসী ব্যাটিংয়ের পর কাকে স্মরণ করলেন অভিষেক?

Published on:

Abhishek sharma remembered his loved ones after the england series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে নামলেও অধিনায়ক হিসেবে দলের গুরু দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে বাকিদের জোরে ইংলিশদের বিরুদ্ধে মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে ভারত। 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের 1টি হাতছাড়া হলেও রবিবার 4-1 ব্যবধানে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই দূরের গন্তব্য পাড়ি দিতে শেষ টি-টোয়েন্টিতে ভারতের দায়িত্ব যার কাঁধে সবচেয়ে বেশি ভর করেছিল তিনি হলেন দেশের তরুণ তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে 135 রানের বিরাট ইনিংস গড়ে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ দুই খেতাবেই দখল জমিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। আর এই বিরাট সাফল্য অর্জনের পরই শর্মার বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

অভিষেক শর্মার বক্তব্য নিয়ে জোর আলোচনা

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি শেষ করে সিরিজ জয়ের পর ক্যামেরার মুখোমুখি হয়ে অভিষেক বলেন, এই অর্জন আমার কাছে বিরাট। দেশের জন্য খেলাটা সব সময়ই দারুণ অনুভূতির। আমি যখন বুঝতে পারি এই ম্যাচে দলের আমাকে প্রয়োজন আমি প্রথম বল থেকেই চেষ্টা করি মাঠে টিকে থাকার এবং টিমের জন্য কিছু করার। দলে শুরুর দিন থেকেই টিম ইন্ডিয়ার কোচ এবং অধিনায়ক সকলেই আমাকে সমর্থন করেছেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

নিজের বিশেষ অর্জন নিয়ে কথা বলতে বলতেই শর্মা বলেন, আমার এই সাফল্যে আমার মেন্টর যুবরাজ সিং খুব খুশি হবেন। উনি সব সময়েই চাইতেন আমি যেন 15তম অথবা 20তম ওভার পর্যন্ত ব্যাট করি। এই কাজ আমি বাস্তবায়িত করার চেষ্টা করেছি। বলে রাখি, অভিষেক শর্মার ব্যাটিং উন্নতির পিছনে অন্যতম অবদান রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজের। শর্মাও তাঁকেই নিজের মেন্টর মনে করেন। বেশ কয়েকবার যুবরাজ সিংয়ের তত্ত্বাবধানে অভিষেককে অনুশীলন করতেও দেখা গিয়েছে। এবার সেই সূত্র ধরেই দলকে সাফল্য পাইয়ে দেওয়ার পর নিজের বিরাট অর্জনে প্রিয় পাত্র যুবরাজকেও সামিল করলেন অভিষেক।

অবশ্যই পড়ুন: দ্বিতীয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততেই ভরে গেল ঝুলি, তৃষাদের কত টাকা দিল BCCI?

অভিষেকের বিরাট কীর্তি

ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা বোধহয় নিজের দাপট জিইয়ে রেখেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচের জন্য। আর তাই হয়তো রবিবার বাটলার বোলারদের ছাতু করে মাত্র 54 বলে 7টি চার ও 13টি ছয় সহযোগে 135 রানের অসামান্য ইনিংস গড়েন তিনি। আর এই অপ্রত্যাশিত ইনিংসই তাকে অজান্তেই বিরাট রেকর্ডে সামিল করেছে। বলা বাহুল্য, গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দাবানলসম ইনিংসে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে রোহিত শর্মার পর দ্রুত সেঞ্চুরি রেকর্ড গড়লেন অভিষেক শর্মা।

তবে এখানেই থেমে থাকেনি শর্মার কীর্তি। গতকাল ইংলিশ বোলারদের বলে বলে ছয় হাঁকিয়েছিলেন অভিষেক, ব্যাটের সংস্পর্শে এসে মাঠ ছাড়া উড়ো ছয়ের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল 13-তে। আর এরপরই টি-টোয়েন্টিতে একদিনের ইনিংসে সবচেয়ে বেশি ছয় হাঁকানো রোহিত শর্মাকে ছাড়িয়ে এক নম্বরে উঠে আসেন আরেক শর্মা। উল্লেখ্য, একদিনেরই t20 ইনিংসে রোহিত শর্মার ছয়ের এর সংখ্যাটা 12।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group