করতে পারেনি কেউ! শাহীনের প্রথম বল উড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক

Published on:

Abhishek Sharma Sets Record In India Vs Pakistan match Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে গতকাল, পাকিস্তানের সাথে ছেলেখেলা করেই জয় তুলেছে ভারত। এদিন, সলমান আলি আঘাদের 172 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার অভিষেক শর্মা এবং শুভমন গিল। আর তাতেই 6 উইকেট হাতে রেখে সুপার ফোরের প্রথম ম্যাচেই ইতিবাচক ফল পেয়েছে সূর্যকুমার যাদবের দল। আর এই ম্যাচেই শুরুতে পাকিস্তানের অভিজ্ঞ বোলার শাহীন আফ্রিদিকে ছয় হাঁকিয়ে প্রথম ভারতীয় হিসেবে বড় রেকর্ড গড়েছেন অভিষেক (Abhishek Sharma Sets Record)।

প্রথম ক্রিকেটার হিসেবে বড় রেকর্ড অভিষেকের

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। সেই সূত্রেই, ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়াকে 172 রানের লক্ষ্য দেয় পাকিস্তান। এদিন সেই লক্ষ্য তাড়া করতে এসে ইনিংসের প্রথম বলেই শাহীনকে ওভার বাউন্ডারি দেখান ভারতীয় ক্রিকেটার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। আর তাতেই প্রথম ভারতীয় হিসেবে বড় মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। বলে রাখি, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই প্রথম কোনও ব্যাটসম্যান যিনি শাহীনকে তাঁর প্রথম স্পেলের প্রথম বলে ছয় মেরেছেন।

অবশ্যই পড়ুন: DA মামলায় উত্তেজনা অব্যাহত! লিখিত বয়ানে সুপ্রিম কোর্টে বড় কথা জানাল রাজ্য সরকার

বলা বাহুল্য, চলতি এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচের প্রথম ওভার ছয় দিয়ে শুরু করেছিলেন অভিষেক শর্মা। এর আগে টি-টোয়েন্টিতে প্রথম বলে ছয় হাঁকানোর কৃতিত্ব ভারতীয়দের মধ্যে ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনের। প্রথম 2021 সালে ইংল্যান্ডের বোলার আদিল রশিদকে ছয় দেখিয়ে স্বাগত জানিয়েছিলেন রোহিত। এছাড়াও হারারেতে, জিম্বাবুয়ের সিকান্দার রাজার প্রথম বলেই ছয় মেরেছিলেন জয়সওয়াল।

এখানেই শেষ নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের তারকা বোলার জোফরা আর্চারের প্রথম বলে ছয় মেরেই ইংল্যান্ডকে স্বাগত জানিয়েছিলেন সঞ্জু স্যামসনও। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আজ পর্যন্ত শাহীন আফ্রিদিকে প্রথম বলে ছয় হাঁকাতে পারেননি রোহিত শর্মারা। তবে রবিবার, এই কাজটা করে ইতিহাস তৈরি করলেন অভিষেক শর্মা। অন্যদিকে শাহীনও ভাবলেন, আজ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যেটা কেউ করে দেখাতে পারল না, সেটা কীভাবে করলেন অভিষেক?

 

উল্লেখ্য, শাহীনের বলে ছয় মেরে রেকর্ড তৈরির পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বলে 50টি ছক্কা মারার নজিরও গড়েছেন অভিষেক শর্মা। বলে রাখি, মাত্র 331 বলে একের পর এক ছয় মেরে এই আশ্চর্যের মাইলফলক গড়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥