৭৯ করা অভিষেককে বাদ দিয়ে কেন KKR বোলারকে করা হল ম্যাচের সেরা? জানা গেল কারণ

Published on:

india vs engla t20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার ইডেন গার্ডেন্সে গড়িয়েছিল ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। এদিন সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইংলিশ বাহিনীর আক্রমণের সপাটে জবাব দিয়েছে টিম ইন্ডিয়া। জস বাটলারদের নাস্তানাবুদ ইনিংসের পর ঝোড়ো ব্যাটিং করে সহজ জয় তুলে নেয় ভারত। তবে ভারতের জয়ের নেপথ্যে যাঁর ইনিংস সবচেয়ে বেশি প্রশংসনীয় সেই অভিষেক শর্মাকে (Abhishek Sharma) টপকে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ভারতের আরেক তরুণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী। এদিন বল হাতে KKR তারকার দুর্ধর্ষ পারফরমেন্স হার মানিয়েছে শর্মার ব্যাটের ঝোড়ো হাওয়াকে।

অভিষেক শর্মার ব্যাট থেকে বিস্ফোরক ইনিংস পেয়েছে ভারত

WhatsApp Community Join Now

বুধবার ক্রিকেটের নন্দনকাননে ব্যাট হাতে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা। গতকাল ব্যাট করতে নেমে ভারতকে 133 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাটলার বাহিনী। জবাবে মাঠে নেমেই সহজ জয় পায় ভারত। এদিন মাত্র 12.5 ওভারেই 133 রানের গণ্ডি ছুঁয়ে ফেলে সূর্যর দল। নেপথ্যে যদিও রয়েছে অভিষেক শর্মার দাবানলসম ইনিংস।

বুধবার বাংলার মাটিতে দাঁড়িয়ে ইংলিশ বোলারদের ওপর ছুরি ঘুরিয়েছেন শর্মা। নিজের ব্যাটিং দাপটকে সাক্ষী রেখে এদিন মাত্র 34 বলে 79 রান তোলেন তিনি। এই ইনিংসে অভিষেকের ব্যাট থেকে 8টি ছয় ও 5টি চার পেয়েছে ভারত। যার জেরে 7 উইকেট হাতে রেখেই লক্ষ্য ভেদ করে ফেলে জাতীয় দল। বলা বাহুল্য, বুধবার অভিষেকের পাশাপাশি সঞ্জু স্যামসনও 20 বলে 26 রানের গোছানো ইনিংস খেলেছেন।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-তেই বাদ শামি! নেপথ্যে কী ফিটনেস? জানা গেল আসল কারণ

উইকেটে দখল জমিয়ে ম্যাচ সেরা হয়েছেন বরুণ

গতকাল বল হাতে মাঠে নেমেই ইংলিশ ব্যাটারদের স্বপ্ন ভেঙেছেন ভারতের অভিজ্ঞ বোলাররা। বুধবারের ম্যাচে বিশেষ করে KKR তারকা বরুণ চক্রবর্তীর বল একের পর এক সাহসী উইকেট ভেঙেছে বাটলার বাহিনীর। এই ম্যাচে ইংল্যান্ডকে লাল চোখ দেখিয়ে মাত্র 23 রান খরচ করে 3 উইকেট তুলেছেন বরুণ। তাও আবার অধিনায়ক জস বাটলার, হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টোনের মতো গুরুত্বপূর্ণ উইকেট। বল হাতে ইংরেজদের কোমর ভেঙে দেওয়ার কারণেই বরুণকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইডেনের রণক্ষেত্রে চক্রবর্তীর কাঁধে ভর করে ইংল্যান্ডের দুর্দশা দুহাতে লুফে নিয়েছে ভারতীয় সমর্থক মহল। যার কারণে দেদার প্রশংসার পাশাপাশি দুর্দান্ত বোলিং করে প্রথম টি-টোয়েন্টিতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বরুণ। বলে রাখা ভাল, এদিন ম্যাচের দ্বিতীয় পর্বে অভিষেক শর্মার ব্যাটিং দাপট দেখে মনে হয়েছিল তাঁকেই ম্যাচ সেরার তকমা দেওয়া হবে। তবে সেই সম্ভাবনায় জল ঢেলেছে চক্রবর্তীর অসামান্য পারফরমেন্স।

সঙ্গে থাকুন ➥
X