এশিয়া কাপে তাণ্ডব চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড অভিষেক শর্মার ঝুলিতে

Published:

Abhishek Sharma World Record recently he Created New Record
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হওয়া এশিয়া কাপে অনবদ্য ব্যাটিং করে প্রতিপক্ষের মনে ভয় ধরিয়েছিলেন তিনি। ম্যাচের শুরুতেই তাঁকে আউট করাটাই যেন জীবনের প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল প্রতিপক্ষের বোলারদের। টিম ইন্ডিয়ার সেই তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা এবার নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন (Abhishek Sharma World Record)। জানা যাচ্ছে, 25 বছর বয়সী এই ভারতীয় তারকা 931 রেটিং পয়েন্ট পেয়েছেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক।

ডেভিড মালানের রেকর্ড ভেঙেছেন অভিষেক

টি-টোয়েন্টি ক্রিকেটে 2020 সালে 919 রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান। এতদিন সেটাই ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রেটিং পয়েন্ট। তবে বিগত এশিয়া কাপে নিজের দাপুটে ব্যাটিং দেখিয়ে মালানের রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, অভিষেকের হাত ধরে গুঁড়িয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের 912 এবং বিরাট কোহলির 909 রানের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী, বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। প্রতিমুহূর্তে ব্যাট ঘুরিয়ে তাঁর সেরা হওয়ার কারণটাও বুঝিয়ে দিয়েছেন শর্মা। এ বছরের এশিয়া কাপে তাঁর ব্যাট থেকে সর্বসাকুল্যে 314 রান উপহার পেয়েছে ভারত। শর্মার স্ট্রাইক রেট ছিল 200। ভারতের হয়ে শুরুতেই নজরকাড়া ইনিংস খেলার কারণে 13 লাখের গাড়িও উপহার পেয়েছেন তিনি।

 

ভারতকে ফাইনাল জিতিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন তিলক

অভিষেক শর্মার পাশাপাশি গত এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন তিলক বর্মাও। আসলে শ্রীলঙ্কার বিপক্ষে 49 রান এবং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে 69 রানের অপরাজিত ইনিংস খেলেই নিজের রেটিং পয়েন্ট 28 ধাপ বাড়িয়ে নিয়েছেন তিলক। কাজেই রেটিং পয়েন্টের নিরিখে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন তিলক।

অবশ্যই পড়ুন: স্বাধীন ভারতে প্রথম! RSS এর শতবর্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা, সেটা সর্বজনবিদিত। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তৃতীয় স্থানে তিলক বর্মা। 20 ওভারে নিজেদের জাত চিনিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছেন যশ বাটলার এবং পাথুম নিসঙ্কা। এদিকে, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের 4 উইকেট তুলে তালিকায় 9 ধাপ লাফিয়ে 12 নম্বরে উঠে এসেছেন কুলদীপ যাদব। 8 ধাপ উন্নতি হয়েছে সঞ্জু স্যামসনেরও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join