বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমের মতোই নতুন মরসুমেও দাপট অব্যাহত রাখবে মোহনবাগান। আপাতত মোলিনা ব্রিগেডকে নিয়ে সেই আশা কমতে দিচ্ছেন না সমর্থকরা। এদিকে সমস্ত দিক মাথায় রেখে ভারতীয় ফুটবল দলের তরুণ ফুটবলার অভিষেক সিংকে 4 বছরের জন্য সই করিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আসলে ভারতীয় তারকার পুরনো পারফরমেন্সগুলিকে মাথায় রেখে তাঁকে দলে টেনেছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। সেই মতোই শহরে পা রেখেই মেডিকেল টেস্টের পর বৃহস্পতিবার পাকাপাকিভাবে মোহনবাগানে চুক্তিবদ্ধ হয়েছেন অভিষেক। এরপরই বিকেলে বাগানের প্রাক মরসুম অনুশীলনে নেমে পড়েন তিনি। কিন্তু কেন মোহনবাগানকেই বেছে নেওয়া? হাতে এত ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও ঠিক কোন কারণে বাগানকেই ঠিকানা বানালেন অভিষেক?
বাগানের সাথে অনুশীলনে অভিষেক
বৃহস্পতিবার রাজারহাটের সেন্টার ফর এক্সেলেন্সে ঘাম ঝরাতে নামে মোহনবাগান ব্রিগেড। এদিন কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে সবুজ মেরুনের অনুশীলনের অন্যতম কেন্দ্র বিন্দু ছিলেন অভিষেক সিং। এই লেফট উইং ব্যাক কলকাতার বট বৃক্ষের ছায়াতে আসতেই শুরু হল বাগানের প্রশংসা। ইস্টবেঙ্গল প্রতিবেশীর ঘরে ঢুকেই নিজের দল নিয়ে গর্ববোধ করলেন অভিষেক সিং। সেই সাথেই মোহনবাগানকে বেছে নেওয়ার কারণও জানালেন তিনি।
Abhishek Singh officially joins Mohun Bagan stating he joined the club because it is the No 1️⃣ club in the country 🟢🔴
#MohunBagan #allindiafootball #MBSG
Posted by All India Football on Thursday, July 24, 2025
কেন মোহনবাগানেই সই অভিষেকের?
মোহনবাগানে যোগ দেওয়ার আগে বেশ কয়েকটি নামিদামী ক্লাবের তরফে প্রস্তাব পেয়েছিলেন জাতীয় দলের ফুটবলার অভিষেক সিং। তবে সেইসব প্রস্তাবকে দূরে সরিয়ে রেখে মোহনবাগানে সই করলেন ভারতীয় তারকা। কিন্তু কেন? এ প্রসঙ্গে বাগান শিবিরে যোগ দিয়ে অভিষেক বলেন, আমার কাছে একাধিক নামী ক্লাবের প্রস্তাব এসেছিল।
তবে সেইসব প্রস্তাবে সময় না দিয়ে মোহনবাগানে যোগ দেওয়া, কারণ হিসেবে অভিষেক জানান, মোহনবাগান আসলে দেশের এক নম্বর ক্লাব। আমি মনে করি, এই দলে খেললেই চ্যাম্পিয়নদের স্বাদ পাওয়া যায়। পাওয়া যায় ট্রফি, দেখা যায় উঁচু স্বপ্ন। মোহনবাগানের ট্রফি জয়ের ধারাবাহিকতার কারণেই আমি আজ এই দলে। সবশেষে, অভিষেক বলেছিলেন, সবুজ মেরুন জার্সিতেই আমি ISL লিগ শিল্ড ও ট্রফি জিততে চাই।
অবশ্যই পড়ুন: চোট জেনেও পন্থের পা লক্ষ্য করে একের পর এক বল! ফাঁস স্টোকসের ডার্টি ট্রিক
উল্লেখ্য, বৃহস্পতিবার রাজারহাটে মোহনবাগানের অনুশীলনে দেখা মেলেনি শুভাশিস বসু ও সাহাল আব্দুল সামাদের। তবে সূত্রের খবর, তাঁরা খুব শীঘ্রই বাগান স্কোয়াডে যোগ দেবেন। এদিকে, আগস্টের প্রথম সপ্তাহেই সবুজ মেরুনের অনুশীলনে যুক্ত হওয়ার কথা রয়েছে প্রধান কোচ হোসে মোলিনার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |