বিক্রম ব্যানার্জী, কলকাতা: হম্বিতম্বি দেখিয়েও এশিয়া কাপে ভারতের কাছে পরপর তিনটি ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতে অবশ্য লজ্জা ভুলেছেন পাক স্পিনার আবরার আহমেদ। বাইশ গজে গো হারা হারার পর এবার বক্সিংয়ে প্রাক্তন ভারতীয় তারকাকে চ্যালেঞ্জ করে বসলেন আহমেদ আবরার (Abrar Ahmed On Shikhar Dhawan)? বললেন, ‘আমি বক্সিং রিংয়ে শিখর ধাওয়ানকে সামনে চাই।’
ধাওয়ানকে নিয়ে মনে রাগ পুষে রেখেছেন আবরার!
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, সদ্য শেষ হওয়া এশিয়া কাপে মাত্র 6 উইকেট নেওয়া পাকিস্তানি বোলার আবরার আহমেদকে সম্প্রতি বলতে শোনা গিয়েছে, ভারতের এমন একজন প্লেয়ার রয়েছে যাকে তিনি একেবারেই পছন্দ করেন না। বেজায় রাগ রয়েছে তাঁর উপর। আসলে পাকিস্তানি ক্রিকেটারকে প্রশ্ন করা হয়েছিল, ‘এমন একজন প্লেয়ারের নাম বলুন যাঁকে আপনি একেবারেই পছন্দ করেন না কিন্তু বক্সিং রিংয়ে মুখোমুখি হতে চান?’
উত্তর দিতে গিয়ে পাকিস্তানি বোলার জানিয়েছিলেন, ‘আমি বক্সিং রিংয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে সামনে দেখতে চাই।’ এক কথায়, ভারতীয় কিংবদন্তি গব্বরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন পাকিস্তানি স্পিনার। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে বলে রাখা প্রয়োজন, পাকিস্তানি ক্রিকেটারের এমন মন্তব্য এখন প্রকাশ্যে এলেও, ধাওয়ানকে নিয়ে আবরার এই মন্তব্য করেছিলেন গত জুন মাসে। আসলে পাকিস্তানি টিভি তারকা সারা বালোচের সাথে কথা বলার সময় এই তথ্য উঠে আসে।
অবশ্যই পড়ুন: ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয়, মোদির সাথে বৈঠকে বড় ঘোষণা স্টার্মারের
এশিয়া কাপে ভরাডুবি পাকিস্তানের
বিগত এশিয়া কাপে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানদের বাদ দিয়েই দল গড়েছিল পাকিস্তান। মূলত অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের নিয়েই যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেছিল পাক ক্রিকেট বোর্ড। তবে এশিয়া কাপের মঞ্চে পৌঁছতেই ব্যাট হাতে পাকিস্তানের ভরাডুবি দেখেছেন সকলেই। যদিও সলমান আলি আঘাদের কাছের শেষ ভরসা ছিল তাদের স্পিন বিভাগ। কিন্তু তাতেও ভারতকে জব্দ করা যায়নি। ফাইনালের মঞ্চেই সমস্ত ব্যঙ্গ, বিদ্রুপ এবং নাটকীয়তার জবাব দিয়েছে, সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া।