বিক্রম ব্যানার্জি, কলকাতা: পরাজয়ের শুরুটা যাদের দিয়ে হয়েছিল সেই ডেজার্ট ভাইপার্সের কাছেই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ফের দুরমুশ হলো আবুধাবি নাইট রাইডার্স। মাঝে শারজাহ ওয়ারিয়ার্সের বিরুদ্ধে মুখের হাসি চওড়া হয়েছিল সুনীল নারিনদের। তবে তা দীর্ঘস্থায়ী হলো না। নিজেদের তৃতীয় লিগ ম্যাচে ভাইপার্সদের সামনে ফের মুখ থুবড়ে পড়ল নারিনের দল। লিগের 2 ম্যাচেই যন্ত্রনা পেয়ে এখন ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স তারকাদের টিম।
আক্রমনাত্মক মেজাজে ডেজার্ট ভাইপার্স!
শনিবার দুবাইয়ের মাটিতে টস ভাগ্য ঘুরেছিল স্যাম কারানদের দিকেই। সিদ্ধান্তে মদত দিয়ে ব্যাট করতে নামে ভাইপার্সরা। এদিন অ্যালেক্স হেলসের ঝোরো হাফ সেঞ্চুরি দলকে দুর্দান্ত ছন্দে রেখেছিল। অন্যদিকে অর্ধশত রানের গণ্ডি ছোঁয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছিল ড্যান লরেন্সকে। শনিবার নাইটদের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানিয়ে 36 বলে 58 রান তোলেন হেলস। লরেন্সের ব্যাট থেকে এদিন 32 বলে 49 রান পেয়েছিল ভাইপার্স।
তবে অধিনায়ক স্যাম কারান শনিবার অর্ধশত রান ছুঁতে পারেননি। তবে 29 হলে 35 রানের বড় যোগদান রেখেছিলেন ভাইপার্স অধিনায়ক। এছাড়াও ওপেনিং করতে নেমে 11 রান করে হাল ছাড়েন ফখর জামান। অন্যদিকে 1টি চার ও 2টি ছয় সহযোগে মাত্র 9 বলে 21 রান হাঁকিয়েছিলেন আজম খান। তবে এদিন শেষ পর্যন্ত 7 রান করে টিকে ছিলেন শেরফান রাদারফোর্ড। যার জেরে 193 রানের বড় ইনিংস গড়ে তোলে ভাইপার্স।
সেভাবে কাজে আসেনি নাইট বোলারদের কব্জির জোর!
সমস্যাটা এমনই যে, অন্যান্য দলের বিরুদ্ধে উইকেট তুললেও ডেজার্ট ভাউপার্স ব্যাটারদের সামনে বারংবার মুখ থুবড়ে পড়েছেন রাসেলরা। শনিবার আন্দ্রের হাত ধরে একটি উইকেটও আসেনি নাইট শিবিরে। এদিন শত্রুপক্ষকে 32 রান দিয়েও খাতা খুলতে পারেননি নারিন। তবে ডেজার্ট ভাইপার্সের পথে কাঁটা ছড়িয়ে গতকাল 24 রান খরচ করে 2 উইকেট তুলে নেন জেসন হোল্ডার। একটানা 4 ওভার বল করে 1টি উইকেট পেয়েছেন ডেভিড উইলি। দীর্ঘ প্রচেষ্টার পর 1টি উইকেটে সাফল্য ধরা দিয়েছে কাইল মায়ার্সের ঝুলিতিও।
অবশ্যই পড়ুন: সিরাজকে বাদ দিয়ে বিতর্কের মুখে BCCI, অবশেষে কারণ জানালেন রোহিত শর্মা
140-এই গুটিয়ে যায় ADKR
শনিবার টস দুর্ভাগ্যের পর স্যাম কারান বাহিনীর নির্ধারিত লক্ষ্য তাড়া করতে মাঠে নামেন নারিনরা। তবে এদিন শত্রুপক্ষের বোলাররা এতটাই আটসাট নিরাপত্তা গড়েছিল যে মাত্র 17.4 ওভারেই অলআউট হয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। 140 রানেই থামে রাসেলদের কেরামতি। এদিন জো ক্লার্কের 55 রান ও কাইল মায়ার্সের 21 রানের ইনিংস ছাড়া আর কোনও নাইট তারকাই দুই অঙ্কের গন্ডি ছুঁতে পারেননি। আর এই ব্যর্থতাকে কাজে লাগিয়েই নাইটদের বিরুদ্ধে চলতি মরসুমের দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় ডেজার্ট ভাইপার্স। ব্যবধানটা ছিল 53।