বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাজে এলো না ফিল সল্টের ঝোড়ো ইনিংস। রবিবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসরে সম্মুখ সমরে উপস্থিত হয় আবুধাবি নাইট রাইডার্স এবং ডেজার্ট ভাইপার্স। আর সেই ম্যাচেই শত্রুপক্ষকে ব্যাটের ঝোড়ো হাওয়া দেখিয়ে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে বিতাড়িত ইংলিশ তারকা সল্ট। ইংল্যান্ড তারকার ব্যাটে ভর করে বড় লক্ষ্য বেঁধেও তীরে এসে তরী ডুবল নাইট ফ্রাঞ্চাইজির। এদিন হাতে 7 উইকেট রেখেই ম্যাচ জিতে যায় প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স।
বড় রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি সল্ট
রবিবারের হাইভোল্টেজ ম্যাচে টস ভাগ্য ঘুরেছিল নাইট প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্সের দিকেই। কাজেই কয়েনের ফলাফলে হেরে অগত্যা ব্যাট করতে মাঠে নামে আবুধাবি নাইট রাইডার্সের ছেলেরা। তবে সল্ট ছাড়া এদিন সেভাবে কেউই দলের হয়ে খুঁটি আগলে রাখতে দেখা যায়নি। নাইটদের হয়ে ওপেনিং করতে নেমে 10 বলের মোকাবিলা করে মাত্র 2 রানে সাজঘরে ফিরেছিলেন ওপেনার কাইল মায়ার্স। এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি জো ক্লার্কও। মাত্র 1 রান করে মাঠ ছাড়তে হয় তাঁকে।
ভাইপার্সদের বোলিং দাপটের সামনে দাঁড়িয়ে রবিবার বুক চিতিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন মাইকেল পেপার। তবে শেষ পর্যন্ত শত্রু শিবিরের কাছে মাথা নুইয়ে 11 রানে 22 গজ ছাড়তে হয় তাঁকে। তবে বাকিদের সমর্থন হারিয়ে শেষ পর্যন্ত প্রতিপক্ষ শিবিরে দাপট অব্যাহত রেখেছিলেন আলিশান শরাফুর ও ফিল সল্ট জুটি। একে অপরের ওপর ভরসার হাত রেখে শত্রু শিবিরে জোরালো আঘাত হেনেছিলেন দুজনেই।
এই দুই তারকার ব্যাট থেকে এদিন 117 রানের ইনিংস উপহার পেয়েছিল আবুধাবি নাইট রাইডার্স। 4টি চার এবং 1টি ছয় সহযোগে 34 বলে 46 রান করেছিলেন আলিশান। অন্যদিকে ফিল সল্টের ব্যাট থেকে এদিন 49 বলে 71 রান পেয়েছিল রাইডার্স। তবে বড় রানের ইনিংস খেলে অপরাজিত থেকেও দলকে যেতে পারেননি ইংল্যান্ড তারকা সল্ট। বলা বাহুল্য, রবিবার শত্রু শিবিরে আঘাত হেনে 30 রানের মাঝারি ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেলও।
অবশ্যই পড়ুন: চিনকে বুড়ো আঙুল Apple-র, ভারতে তৈরি হল ১ লক্ষ কোটির iPhone! ঘুম উড়ল বেজিংয়ের
নাইটদের পথে কাঁটা ছড়িয়েছেন ড্যান লরেন্স এবং স্যাম কারান!
লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শুরুটা খুব একটা ভাল হয়নি ডেজার্ড ভাইপার্সদের। ওপেন করতে নেমে এদিন মুখ থুবড়ে পড়েছিলেন ফখর জামান। রবিবারের ম্যাচে ফখরের ব্যাট দলের মোট রানে মাত্র 23 সংখ্যা যুগিয়েছিল। একই পথে হেঁটে নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়েছিলেন অ্যালেক্স হেলসও। নাইটদের তোপের মুখে পড়ে মাত্র 31 রানে ফিরতে হয়েছিল তাঁকে। তবে এরপরই উইকেট হারিয়ে তলানিতে ঠেকে যাওয়া দলের আত্মবিশ্বাস একার কাঁধে তুলে ধরেছিলেন ড্যান লরেন্স এবং স্যাম কারান।
আরও পড়ুনঃ রাঁধুনি, ওয়েটার, মিস্ত্রী পদে মাধ্যমিক পাসেই সরকারি চাকরি! আবেদন ২৪ ফেব্রুয়ারি অবধি
দুই তারকার ব্যাট থেকে এদিন 120 রানের বড় ইনিংস উপহার পেয়েছিল ভাইপার্স। ড্যান লরেন্স একাই 39 বলে 70 রান করেছিলেন। তবে ম্যাচের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে আবুধাবি নাইট রাইডার্সের দুরন্ত বল উইকেট কেড়েছিল তার। কিন্তু তা সত্ত্বেও থেমে থাকেনি ভাইপার্স। স্যাম কারানের হাফ সেঞ্চুরি রবিবার তাঁর দলকে জয় পাইয়ে দিয়েছে। উল্লেখ্য, এদিন স্যামকে সঙ্গ দিতে মাঠে নামলেও বেশি সময় নষ্ট হয়নি শেরফেন রাদারফোর্ডের। তাঁর 9 রানই মুখের হাসি চওড়া করেছিল ডেজার্ট ভাইপার্স কর্তাদের।