পাকিস্তান থেকে দিল্লি, তারপর আবার পাকিস্তান! ভারতকে অদ্ভুত প্রস্তাব পিসিবির

Published on:

champions trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ভারতীয় দল এখনও সেখানে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারত (India)-পাকিস্তানের (Pakistan) মধ্যে খারাপ সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই হচ্ছে না দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট ম্যাচ। নিরাপত্তার অনিশ্চিয়তার মধ্যে ভারত টিম ইন্ডিয়াকে পাকিস্তানে খেলতে পাঠাবে এমন কোনো খবর আপাতত পাওয়া যায়নি। তবে ভারতীয় ক্রিকেট দলকে তাদের দেশের নিয়ে যাওয়ার জন্য যারপরনাই চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

ভারতকে নতুন প্রস্তাব পিসিবির

WhatsApp Community Join Now

সম্প্রতি ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক বিশেষ পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআইকে (BCCI) লেখা চিঠিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তানে টিম ইন্ডিয়ার নিরাপত্তা একটি বড় বিষয় এবং এর সমাধানও রয়েছে। পিসিবির পরামর্শ অনুযায়ী, পাকিস্তানে প্রতি ম্যাচের পর দিল্লি বা চণ্ডীগড়ে ফিরবে টিম ইন্ডিয়া।

ভারতের ম্যাচ কবে কবে?

চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ভারতের ৩টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা। ভারতের সব ম্যাচ লাহোরে দেওয়া হয়েছে। লাহোরকে বেছে নেওয়া হয়েছিল কারণ লাহোর ভারতের নিকটতম শহর।

ভারতের পাশে ইংল্যান্ড

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ। ম্যাচ দু’টির মধ্যে প্রায় এক সপ্তাহের ব্যবধান রয়েছে। এমন পরিস্থিতিতে এই সময়ে টিম ইন্ডিয়া দেশে ফিরতে পারে বলে বিশ্বাস পিসিবির। তবে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন নিয়ে পিবিসির অবস্থান অটুট রয়েছে। এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারাও ভারতের পক্ষে কথা বলেছেন। যার ফলে চাপ বেড়েছে পিসিবির ওপর। ইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা সম্ভব নয়। টিম ইন্ডিয়া পাকিস্তানে না এলে অন্য বিকল্প খুঁজে বের করতে হবে। 

সঙ্গে থাকুন ➥
X