কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট পারথে হয়েছিল। সেখানে ভারতীয় দলের কাছে ২৯৫ রানে পরাজয় স্বীকার করে আয়োজক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী পারফর্ম করে তাঁরা। ওদিকে প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই সুপারহিট ছিলেন টিম ইন্ডিয়ার বোলাররা। তবে পারথে হারের পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচেও নিজেদের জন্য কবর খুঁড়ছে। সিরিজে ১-০ তে পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়া অ্যাডিলেডে সবুজ পিচ তৈরি করেছে।
অ্যাডিলেডের পিচে সবুজ ঘাস
সোশ্যাল মিডিয়ায় অ্যাডিলেডের পিচের কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে পিচে সবুঝ ঘাস স্পষ্ট দৃশ্যমান। রিপোর্ট অনুযায়ী, অ্যাডিলেডের পিচে 6mm ঘাস রয়েছে। ছবি আর রিপোর্ট দেখে এটা বোঝাই যায় যে, অস্ট্রেলিয়া পিচে সবুজ গালিচা বিছিয়ে ভারতীয় ব্যাটারদের ভয় দেখানোর প্রচেষ্টায় রয়েছে।
পারথেও সবুজ পিচ করেছিল অস্ট্রেলিয়া
যদিও এই প্রথম নয়, পারথ টেস্টেও একই কাজ করেছিল আয়োজক অস্ট্রেলিয়া। কিন্তু সেবার পাল্টা বাজি মেরে নেয় ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ভারতীয় দল ১৫০ রানে অলআউট করার পর অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানই করতে পারে। অজিদের ব্যাটিং অর্ডারে ধস নামান জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা ও মহম্মদ সিরাজরা। সবথেকে বড় বিষয় হল, সবুজ পিচে অস্ট্রেলীয় বোলারদের থেকে বেশি দাপট দেখিয়েছেন বুমরাহরা। আর অ্যাডিলেডেও সেই ধারা বজায় থাকবে।
পিঙ্ক বলের টেস্টে দারুণ রেকর্ড অস্ট্রেলিয়ার
ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেড টেস্ট দিনরাতের হবে। এই ম্যাচ পিঙ্ক বলে খেলা হবে। এই পিঙ্ক বলের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড দারুণ। অস্ট্রেলিয়া গোলাপি বলে এখনও অবধি ১২ টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তাঁরা ১১টিতেই জয় হাসিল করেছে। ভারত ও অস্ট্রেলিয়া অ্যাডিলেডেই পিঙ্ক বলে টেস্ট খেলেছিল। সেই ম্যাচে জয় পেয়েছিল অজিরা। ২০২০ সালে অ্যাডিলেডের মাঠে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত।