৪ গোলে জিতেও গ্রুপ টপার নয়, AFC চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে ইস্টবেঙ্গল?

Published on:

east bengal vs basundhara kings

কলকাতাঃ AFC চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। বাংলাদেশের দলকে গোলের মালা পরানোর পরেও AFC চ্যালেঞ্জ লিগের পয়েন্ট তালিকায় উন্নতি হয়নি লাল হলুদ শিবিরের। তাঁরা এখনও দুই নম্বর স্থানেই রয়েছে। প্রথম ম্যাচ পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল মশালবাহিনী। এখন কলকাতার এই ক্লাবের গোলপার্থক্য ৪। শেষ ম্যাচ লেবাননের ক্লাব নেজমে এফসির বিরুদ্ধে খেলা।

নেজমে এফসি

WhatsApp Community Join Now

AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থানে রয়েছে লেবাননের ক্লাব নেজমে এফসি। তাঁরা দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় হাসিল করে নিয়েছে। নেজমে এফসির গোলপার্থক্য ২, এবং পয়েন্ট ৬। ইস্টবেঙ্গল বসুন্ধরা কিংসকে বড় ব্যবধানে হারানোর পর নেজমে এফসির কাছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই আরও কঠিন হল।

পারো এফসি

AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ ‘এ’-তে তৃতীয় স্থানে রয়েছে পারো এফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভুটানের এই ক্লাব দুরন্ত কামব্যাক করেছিল। পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করেছিল তাঁরা। গ্রুপের আরেকটি ম্যাচে নেজমে এফসির বিরুদ্ধে হারের মুখে পড়তে হয়েছে তাঁদের। পারোর ঝুলিতে ১ পয়েন্ট ও গোলপার্থক্য ১। তবে এখনও তাঁরা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে রয়েছে।

বসুন্ধরা কিংস

বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস গ্রুপে সবথেকে খারাপ পরিস্থিতিতে রয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪ গোল হজম করার পর AFC চ্যালেঞ্জ লিগ থেকে তাঁদের বিদায় নিশ্চিত হয়েছে। তাঁরা বর্তমানে গ্রুপের একদম নীচে রয়েছে। গোল পার্থক্য ৫। বসুন্ধরা কিংস যেই দুটি ম্যাচ খেলেছে, সেই দুটি ম্যাচেই হেরেছে তাঁরা।

ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ রয়েছে লেবাননের ক্লাব নেজমে এফসির বিরুদ্ধে। ওই ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে তাঁরা প্রি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। ড্র হলে নেজমে এফসি সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে। তবে ইস্টবেঙ্গলের কাছে এরপরেও সেরা রানার্স হিসেবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থেকে যাবে। হেরে গেলেও সুযোগ পাবে ভারতের ক্লাব।

সঙ্গে থাকুন ➥
X