কলকাতাঃ AFC চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু করেছেন ইস্টবেঙ্গল। গতকাল ভুটানে পারো এফসির বিরুদ্ধে মাঠে নেমে জয় হাতছাড়া হয়েছে লাল হলুদের। যদিও হারের মুখে পড়তে হয়নি। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ। AFC চ্যালেঞ্জ লিগে এখন ইস্টবেঙ্গলের পয়েন্ট সংখ্যা ১। AFC-র প্রথম ম্যাচে ৩ পয়েন্ট অবধারিত ছিল লাল হলুদের। কিন্তু, প্রথম থেকেই গোলের বহু সুযোগ নষ্ট করেছে অস্কারের ছেলেরা।
AFC চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের পয়েন্ট
বর্তমানে AFC চ্যালেঞ্জ লিগের গ্রুপ A-তে এক নম্বর স্থানে রয়েছে ভুটানের পারো এফসি। তাঁদের গোলপার্থক্য ২। যেখানে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য শূন্য। ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। পরের ম্যাচ বসুন্ধরা কিংস ও নেজম এফসির বিরুদ্ধে লাল হলুদকে মাঠে নামতে দেখা যাবে।
অন্যদিকে পারো এফসির পরের ম্যাচ রয়েছে নেজম এফসির বিরুদ্ধে। তাঁদের শেষ ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই বাংলাদেশের বসুন্ধরা কিংস হারের মুখে পড়েছিল। নেজমের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে হারতে হয় তাঁদের। এরপর বসুন্ধরা কিংসের ঝুলিতে রয়েছে শূন্য পয়েন্ট। এরপর তাঁদের দুটি ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ও পারোর বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালে যেতে পারবে ইস্ট বেঙ্গল?
এএফসি চ্যালেঞ্জ লিগের নিয়ম অনুযায়ী, পাঁচটি গ্রুপের মধ্যে A, B ও C থেকে একটি করে দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে। আর গ্রুপের সেরা রানার্স আপ দল নকআউটে খেলার সুযোগ পাবে। এছাড়াও গ্রুপ D ও E থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |