বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাপুরুষের মতো রাতের অন্ধকারে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। তাতে প্রাণ ঝরেছে 3 আফগান ক্রিকেটার সহ মোট 8 জনের। সেই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। রশিদ খানদের বোর্ড স্পষ্ট জানিয়েছে, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যে ত্রীদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল সেখানে খেলবেন না আফগানিস্তানের কোনও ক্রিকেটার।
বিবৃতি দিয়ে পাকিস্তানের কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানিয়েছে ACB
DD News এর রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশ পথে ভয়াবহ হামলা চালিয়েছিল পাকিস্তান সেনা। তাদের মৃত্যু হয়েছে তিনজন আফগান ক্রিকেটার সহ মোট 8 জন নিরীহর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতি জারি করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘পাকতিকা প্রদেশের উরগুন জেলাতে ক্রিকেটারদের উপর কাপুরুষের মতো হামলা চালিয়েছে পাকিস্তান। অনেকে শহীদ হয়েছেন। এই হামলায় গভীরভাবে শোকাহত আমরা। তিন ক্রিকেটার সহ পাঁচ জনের মৃত্যুর পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন।’
আফগান ক্রিকেট বোর্ড স্পষ্ট জানায়, ‘ওই তিন ক্রিকেটার একটি প্রীতি ম্যাচ খেলার জন্য পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরেই তাঁদের নিশানা করে পাকিস্তান সেনাবাহিনী। এই ক্ষতি আফগানিস্তানের ক্রীড়া জগতে অপূরণীয়। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এমন ভয়াবহ এবং কাপুরুষোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল সেখানে যোগ দেবেন না আমাদের ক্রিকেটাররা।’
অবশ্যই পড়ুন: মাত্র ৩ মাসেই আয় ২.৮৩ লক্ষ কোটি টাকা! মহাবিস্ফোরণ আম্বানির রিলায়েন্সের
উল্লেখ্য, রাতের অন্ধকারে আফগানিস্তানের উপর পাকিস্তান যে হামলা চালিয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন আফগানিস্তান টি টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষোভ জাহির করে আফগান তারকা লিখেছেন, ‘আকাশ পথ ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তাতে বহু মহিলা এবং শিশুর প্রাণ গিয়েছে। মৃত্যু হয়েছে তরুণ ক্রিকেটারদের। এভাবে আচমকা সামরিক পরিকাঠামোতে হামলা বর্বরোচিত এবং সম্পূর্ণরূপে অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকারকে লংঘন করে। এদিন পাক হামলার বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নেওয়ার বিষয়ে বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন রশিদ।
এদিকে, ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান দল তুলে নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতির আশঙ্কা করছেন অনেকেই। ওয়াকিবহাল মহল বলছে, আফগানিস্তান সরে যাওয়ায় যদি এই সিরিজ সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে সম্প্রচারের অধিকার, টিকিট বিক্রি, স্পনসরশিপ সহ কোটি কোটি টাকার খতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।