বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে গোটা বিশ্ব। সেই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পাকিস্তানকে সন্দেহের তালিকায় রেখেছিল উন্নত বিশ্বের একাধিক দেশ। আশ্চর্যজনক ভাবে, বিশ্বের মুসলিম দেশগুলিও 26 জন নিরীহ ভারতীয়র মৃত্যুর প্রতিবাদে দিল্লির পাশে এসে দাঁড়িয়েছে! এমতবস্থায, কুকর্মের কারণে পাকিস্তান যে একপ্রকার কোণঠাসা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না!
পাক মদদপুষ্ট জঙ্গি হামলার জল গড়িয়েছে ক্রিকেট মহলেও। কেন্দ্রের একাধিক কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ তো দূর, আইসিসি ইভেন্ট গুলিতে অংশ নিতেও পিছু হেঁটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড! আর সেই সূত্র ধরেই পাকিস্তানের সাথে আপাতত রোহিত-বিরাটরা যে কোনও ম্যাচ খেলবেন না একথা প্রায় নিশ্চিত!
এমতাবস্থায়, পাকিস্তানের পাশাপাশি সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা ওরফে পাকিস্তানের জাতভাই বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। সূত্র মারফত যা জানা যাচ্ছে, ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে আসন্ন আগস্টে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে!
টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর বাতিল হয়ে যাচ্ছে?
চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ যাওয়ার কথা রয়েছে রোহিত-সূর্যদের। মূলত সেখানে তিনটি করে ওডিআই এবং সম সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হওয়ার কথা।
গত এপ্রিলের মাঝামাঝি সময়ে এক্স পোস্টে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর নিশ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সাথেই জানানো হয়েছিল পদ্মা পাড়ে মেন ইন ব্লুর ম্যাচের সূচি। তবে সম্প্রতি ভারতের জনপ্রিয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার কারণে টিম ইন্ডিয়ার সেই সফর বাতিল হয়ে যেতে পারে। যদিও এ বিষয়ে BCCI-র তরফে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
তবে পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝে বাংলাদেশ যেভাবে নাক গলাচ্ছে, তাছাড়াও ওপার বাংলার সাথে ভারতের টানাপোড়নের সম্পর্ক যে হারে মাত্রা ছাড়িয়েছে, তাতে আপাতত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইবে না ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।
অবশ্যই পড়ুন: ভারতের ‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকি দিয়েও বয়ান বদল! তড়িঘড়ি দায় ঝাড়ল ইউনূস সরকার
ভারত আক্রমণের হুমকি
অতি সম্প্রতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলি দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। সমাজমাধ্যমের পাতায় ওই প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তা লেখেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়া।
আমি মনে করি এ বিষয়ে চিনের সাথে দ্রুত যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা দরকার।
ওপার বাংলা থেকে উপকারী প্রতিবেশী ভারত দখলের এমন হুমকির পরই ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্র সব দিকেই বাংলাদেশ বয়কটের আওয়াজ তুলছেন বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।