IPL-এ চরম ব্যর্থতা! ইংল্যান্ড সফরেও বাদ, অবসর নিতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক!

Published on:

After Rohit Virat, another former Indian captain may retire

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত-বিরাট অধ্যায় শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিতের পর 37তম অধিনায়ক হিসেবে লাল বলের ফরম্যাটে বড় দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। অন্যদিকে সহ অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

সব মিলিয়ে, দুই বড় তারকার কাঁধে ইংলিশদের জবাই করার দায়িত্ব দিয়ে 18 সদস্যের দল প্রকাশ্যে আনে BCCI। তবে দুঃখের খবর, সেই দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার, মহম্মদ শামির মতো বহু পরিচিত মুখের। শোনা যাচ্ছে, এবার সেই শোকেই রোহিত, বিরাটের পর অবসর নিতে চলেছেন ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক (Former Indian Captain)।

8 বছর পর ভারতীয় দলে করুণ নায়ার

বিগত 8 বছরে ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। বলা চলে, টিম ইন্ডিয়া থেকে একপ্রকার মুছে যাওয়ার পথে পৌঁছে গিয়েছিলেন করুণ নায়ার। শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2017 সালে ধরমশালার টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন করুণ। এরপর থেকে আর তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে তুলতে দেখা যায়নি। তবে সেই আক্ষেপ ভেঙেছে নায়ারের। দীর্ঘ 8টা বছরের যন্ত্রণা কাটিয়ে অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের ডাক পেলেন প্রাক্তন KKR তারকা।

অবসর নিতে পারেন ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক

সম্প্রতি রোহিত শর্মার অবসরের পরই টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘন্টা নিজেই বাজিয়েছিলেন বিরাট কোহলি। বোর্ডের শত অনুরোধ সত্বেও সাদা জার্সি তুলে রেখেছেন কিং। ফলত, পরপর দুই বড় তারকাকে হারিয়ে একপ্রকার চাপে পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কোনও মতে বিরাটদের যন্ত্রনা কিছুটা ভুলে ইংল্যান্ড সিরিজের শুভমন বাহিনী ঘোষণা করেছে BCCI।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: কন্যাশ্রী কাপ ফাইনাল নিয়ে অশান্তি পাকাল ইস্টবেঙ্গল! আদৌ হবে ম্যাচ?

এহেন আবহে, 18 সদস্যের ওই দলে জায়গা হয়নি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানের। দীর্ঘ দু’বছর ধরে ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন তিনি। শেষ বারের মতো 2023 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহানে। এরপর থেকে আর জাতীয় শিবিরে ডাক পড়েনি তাঁর। তবে ঘরোয়া ক্রিকেটে চুটিয়ে ব্যাট ঘুরিয়েছেন তিনি।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ওপরই ভরসা করেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে শাহরুখ ম্যানেজমেন্টের সেই আস্থার মান রাখতে পারেননি রাহানে, যার জন্য ইতিমধ্যেই যাত্রাভঙ্গ হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। সূত্রের খবর, IPL-এ চরম ব্যর্থতার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ডাক পাওয়ার আশায় ছিলেন রাহানে, তবে শনিবার তেমনটা হল না।

তাঁকে বাদ রেখেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড, সূত্র বলছে, এই শোক ভুলতে পারছেন না অজিঙ্কা। সূত্রের খবর যদি বিশ্বাস করা যায় সেক্ষেত্রে, শেষবারের মতো জাতীয় দলে ফেরার স্বপ্নভঙ্গ হওয়ায় এবার রোহিত, বিরাটের পথ ধরে অবসর নিতে পারেন ভারতীয় তারকা রাহানে। যদিও সে বিষয়ে, এখনও পর্যন্ত খোলসা করে কিছুই জানাননি নাইটদের সেনাপতি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥