বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বর্ডার গাভাস্কার সিরিজে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ম্যাচের খারাপ আম্পায়ারিং। গত ডিসেম্বরে শেষ হওয়া মেলবোর্ন টেস্টে তৃতীয় আম্পায়ার সৈকতের সিদ্ধান্ত মাঠ ছাড়া করেছিল যশস্বী জয়সওয়ালকে। শুক্রবার সিডনি টেস্টের শুরুতে বিরাট কোহলির আউটের সিদ্ধান্ত সেই স্মৃতি উসকে দিতে পারতো, তবে সৌভাগ্য যে তেমনটা হয়নি।
কিন্তু ম্যাচ কিছুটা গড়াতেই যশস্বীর পর ফের থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আউট হলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ভারতীয় তারকার সাজঘরে ফেরা আবারও নতুন করে স্নিকো মিটার ও থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ফের বাজে আম্পায়ারিংয়ের শিকার ভারত!
শুক্রবার সিডনি টেস্টে ব্যাট হাতে মাঠ দখল করেছিল ভারতের ছেলেরা। খেলা গড়িয়েছিল 66তম ওভারে। ঠিক সেই সময়ে জয়সওয়ালকে বিতর্কিত আউট করা প্যাট কামিন্সের হাতেই ছিল ভারতের উইকেট ভাঙার দায়িত্ব। লক্ষ্য স্থির করতে বল ছুঁড়েছিলেন অজি অধিনায়ক কামিন্স। আর ঠিক সেই মোক্ষম সময়ে পুল শট খেলতে ব্যাট চালান ওয়াশিংটন। ভারতীয় তারকার গ্লাভস ঘেঁষে বল গিয়ে ওঠে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে।
উচ্ছ্বাস প্রকাশ করে অস্ট্রেলিয়া। তবে অজিদের আউটের আশায় জল ঢালেন ফিল্ড আম্পায়ার। তড়িঘড়ি রিভিউ চেয়ে বসে অজিরা। এরপরই সিদ্ধান্ত বর্তায় টেস্টের থার্ড আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জুয়েল উইলসনের ওপর। অস্ট্রেলিয়ার আবেদন খতিয়ে দেখতে রিভিউ নেন তিনি। স্নিকো মিটারে হালকা স্পাইক ধরা দিতেই ওয়াশিংটন সুন্দরকে আউট দিয়ে বসেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার। তবে বল আদৌ সুন্দরের গ্লাভস বা ব্যাটে লেগেছিল কিনা তা নিয়ে সংশয়ে রয়েই গিয়েছে।
দানা বাঁধলো বিতর্ক
মেলবোর্ন টেস্টে যশস্বীর পর ফের নিখুঁতভাবে না দেখে ওয়াশিংটন সুন্দরকে আউট দেওয়ায় থার্ড আম্পায়ার উইলসনকে কাঠগড়ায় তুলেছেন অনেকেই। বল গ্লাভসের সংস্পর্শে এসেছিল কিনা তা নিয়ে নির্ভুল তথ্য হাতে না নিয়েই ওয়াশিংটন প্রসঙ্গে কড়া সিদ্ধান্ত জানানোয় ফের গড়িয়েছে বিতর্কের ঘন জল। কেননা, স্নিকোমিটারে স্পাইক দেখা দিলেও তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে।
সূত্র বলছে, বল গ্লাভসে লাগার আগে এবং পরে দুই তরফেই স্পাইক ছিল। সাধারণত বল যদি ব্যটারের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায় সে ক্ষেত্রে স্নিকোমিটারে বড় স্পাইক দেখানোর কথা। কিন্তু সেই তুলনায় ওয়াশিংটনের স্পাইক একেবারেই অস্পষ্ট। তা সত্ত্বেও সম্পূর্ণ যাচাই না করে ওয়াশিংটনকে মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন উইলসন। যা মেলবোর্নের থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের কীর্তির বিপরীত হলেও যথেষ্ট বিতর্কের জায়গা করেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |