কলকাতাঃ ২০২৩ এর বিশ্বকাপ ফাইনালের পর মহম্মদ শামিকে (Mohammed Shami) আর মাঠে দেখা যায়নি। এক বছর ধরে তিনি চোটে ভুগেছেন। এমনকি ২০২৪-র আইপিএলেও খেলা হয়নি তার। তবে চোট সারিয়ে তিনি অনুশীলনেও নেমেছিলেন। আশা ছিল বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পাবেন। কিন্তু তা হয়নি। আর এরই মধ্যেই ফের স্বপ্ন ভঙ্গ হল ভারতীয় এই পেসারের। জানা যাচ্ছে ফের চোট পেয়েছেন মহম্মদ শামি।
আর মাঠে নামতে পারবেন না শামি?
এক বছর মাঠে ফেরার অপেক্ষায় বসেছিলেন শামি। তবে এবার আবারও চোট পাওয়ায় তার কেরিয়ায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তিনি আদৌ আর কোনদিনও মাঠে নামতে পারবেন? ৩৪ বছর বয়সী শামি আর মেরেকেটে ১ খুব বেশি হলে দুই বছরই খেলতে পারবেন। আর তার মধ্যেই বারবার চোট কেরিয়ারে ইতি টানার জন্য যথেষ্ট হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ না পাওয়ায় মন ভেঙেছিল শামির। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। শামি লিখেছিলেন, ‘প্রতিদিন বোলিং করতে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য নিজের সেরাটা দিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য এভাবেই পরিশ্রম করে যাব।’ পাশাপাশি শামি নিজেকে সম্পূর্ণ ফিট না করতে পারায় সমর্থক ও BCCI-র কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
খেলার স্বপ্ন শেষ শামির
আসন্ন অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পাওয়ার পর শোনা যাচ্ছিল যে, শামি বাংলার হয়ে কর্ণাটকের বিরুদ্ধে রনজি ট্রফিতে অংশ নেবেন। কিন্তু সেই স্বপ্নও ভঙ্গ হল। অনুশীলনের সময় ফের চোট পেলেন বাংলার এই পেসার। আর এই চোট এতটাই গুরুতর যে, কর্ণাটকের বিরুদ্ধে বাংলার রনজি ম্যাচের আগে তার ফিট হওয়া কার্যত অসম্ভব।