সিডনি টেস্টে বদলে যাবে দল, বাদ পড়বেন দুজন! দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

Published on:

india vs australia sydney test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্ন টেস্টে গতকালের হাই ভোল্টেজ ম্যাচের পর পরাজয়ের যন্ত্রণা বুকে নিয়ে জয়ে ফিরতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় দল (Team India)। পঞ্চম দিনের ম্যাচটি ড্রয়ের দিকে এগোলেও ভারতের স্বপ্ন ভঙ্গ করে চতুর্থ টেস্ট পকেটে পুরে নেয় কামিন্স বাহিনী। আর এই অপ্রত্যাশিত ঘটনা খোলা চোখে দেখা ছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না রোহিতদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কাজেই চতুর্থ টেস্টে দুরমুশ হয়ে এখন ভারতের মূল লক্ষ্য সিরিজের শেষ যুদ্ধ অর্থাৎ সিডনি টেস্ট। আর সেখানে জাদু দেখাতে না পারলে বর্ডার গাভাস্কার ট্রফি থেকে বহুদূর ছিটকে যাবে ভারতের ছেলেরা। তাই মাইলফলক ছুঁয়ে দেখতে দলে একাধিক পরিবর্তন আনতে চলেছে ভারত।

সিডনি টেস্ট জিততে স্কোয়াডে বদল আনাতে পারে ভারত!

সিডনি টেস্টকে পাখির চোখ করে বসে থাকা ভারতের লক্ষ্য এখন সম্মান রক্ষা। আর সেই পথে হাঁটতে হলে ভরসার কাঁধ খুঁজতে হবে দলকে। সেই সাথে পুরনো স্কোয়াড ও ম্যানেজমেন্টে দরকার একাধিক পরিবর্তন। বদল আনতে হবে দলের স্ট্র্যাটেজিতে। ধারণা করা হচ্ছে, 3 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টের আগেই সম্মান রক্ষার শেষ লড়াইয়ে আটঘাট বেঁধে নামবে ভারত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় শিবিরে আসবে একাধিক পরিবর্তন। শেষবারের মতো পার্থ টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে নজির গড়েছিলেন রাহুল-জয়সওয়াল জুটি। কিন্তু মেলবোর্নে রাহুলের বদলে ওপেনিং করতে মাঠে নামানো হয় শর্মাকে। আর তাতেই ঘটে চরম বিপত্তি। মাত্র 3 রানে মাঠ ছাড়তে হয় অসন্তুষ্ট রোহিতকে। তবে মনে করা হচ্ছে, সিডনি টেস্টে আর সেই ভুল করবে না ভারত।

সিডনি টেস্ট থেকে বাদ পড়তে পারেন রোহিত!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে নিজের ব্যাটিং বিপর্যয় কাঠিয়ে উঠতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। যার কারণে সমালোচনার পাশাপাশি ভারতীয় তারকার কেরিয়ার উঠেছিল প্রশ্নের সিঁড়িতে। প্রশ্ন উঠেছিল তাঁর অবসর নিয়েও। সূত্র বলছে, রোহিতের দুর্বল ফর্মকে সঙ্গী করে সিডনি টেস্টে আর ভিড় বাড়াতে চায় না ভারত।

তাই অজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টটিতে শর্মার বিকল্প হিসেবে জায়গা হতে পারে শুভমন গিলের। রোহিতের পাশাপাশি বিরাটের পারফরমেন্সও একেবারেই চোখে পড়ার মতো নয়। তবে কিং কোহলির ফর্ম তলানিতে ঠেকলেও তাকে সিডনি টেস্ট থেকে বাইরে রাখার কোনও সিদ্ধান্ত আপাতত নিচ্ছে না ভারতীয় বোর্ড।

সিরাজকে হারিয়ে চাপে পড়তে পারে ভারত

বেশ কিছু সূত্র মারফত খবর, রোহিতের মতোই সিডনি টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন ভারতের তারকা বোলার মহাম্মদ সিরাজও। নেপথ্যে কারণ সেই পারফরমেন্স। বলা হচ্ছে, মেলবোর্নে হাত খুলে উইকেট তুললেও গোটা অস্ট্রেলিয়া সিরিজের নিরিখে সেভাবে ছন্দে নেই সিরাজ। হয়তো সেই কারণেই সিডনি টেস্টের আগে ভারতীয় স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হতে পারে সিরাজকে। আর তার বিকল্প হিসেবে সিডনি টেস্টে মাঠে দখল করতে পারেন ভারতের তরুণ ক্রিকেটার হর্ষিত রানা অথবা প্রসিদ্ধ কৃষ্ণা। যদিও সিংহভাগের দাবি, ভারত যদি সিরাজকে নিয়ে এই সিদ্ধান্ত নেয়, তাহলে সিডনি টেস্টে বিপদ বাড়বে দলেরই।

সিডনি টেস্টে ভারতের সম্ভাবিত প্রথম একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, নিতিশ রানা

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group