Indiahood-nabobarsho

পুরস্কারের ছড়াছড়ি মোহনবাগানে, ঠাঁই হল না ইস্টবেঙ্গলের! কাকে বর্ষসেরা বাছল AIFF?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুপার কাপের মাঝেই বর্ষসেরা পুরস্কারে তালিকা ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। সদ্য ভুবেনশ্বরে হয়ে যাওয়া এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাধিক সম্মান অর্জন করেছেন মোহনবাগানের ছেলেরা। গোটা মরসুমে সেরা পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার জিতেছেন ভারতীয় ফুটবলাররা। এছাড়ও বছরের সেরা কোচ ও রেফারির সম্মানও তুলে দেওয়া হয়েছে AIFF-র তরফে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্ষসেরা পুরুষের সম্মান পেলেন শুভাশিস

ISL 2024-25 মরসুমে মোহনবাগানের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন বাগান অধিনায়ক তথা জাতীয় দলের সেরা ডিফেন্ডার শুভাশিস বসু। আর সেই কারণেই ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বর্ষসেরা পুরুষ ফুটবলারের সম্মান পেয়েছেন তিনিই। মূলত চলে যাওয়া মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে দুরন্ত ছন্দে থেকে 6টি অভাবনীয় গোল করেছিলেন বসু। বাগানের রক্ষণভাগের অন্যতম ভরসা শুভাশিসের পরিশ্রমকে কাজে লাগিয়েই ইন্ডিয়ান সুপার লিগে জোড়া মুকুট মাথায় তোলে সবুজ মেরুন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাগানের আরও এক প্রাপ্তি

মোহনবাগানের হয়ে গোটা মরসুমে জোড়া গ্লাভস হাতে একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন গোলরক্ষক বিশাল কাইথ। বলা চলে, তাঁর হাড় ভাঙা পরিশ্রমের কারণেই সাফল্যের দ্বিমুকুট মাথায় তুলেছিল গঙ্গা পাড়ের দল। জানিয়ে রাখি, এই বিশালের কীর্তিতেই ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছে মোহনবাগান। কাজেই সেই মূল কান্ডারীকেই বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের সম্মান দিল AIFF।

পুরস্কার জিতেছেন গোয়ার তরুণ

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ সিজনে অসাধারণ ছন্দে ছিলেন এফসি গোয়ার মিডফিল্ডার ব্রিসন ফার্নান্দেজ। গোয়ার হয়ে এই তরুণ মোট 7টি গোল করেছেন। বলা বাহুল্য, ISL-এ সুনীল ছেত্রীর পর ভারতীয় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এবার তাঁর হাতেই তুলে দেওয়া হল বর্ষসেরা প্রতিশ্রুতিমান পুরুষ ফুটবলারের পুরস্কার।

জায়গা হয়নি ইস্টবেঙ্গলের?

ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা পুরুষ ফুটবলারদের তালিকায় আপাতত ঠাঁই হয়নি ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবে পুরুষদের কাজ করে দেখিয়েছেন লাল হলুদের নারীরা। জানা যাচ্ছে, ভারতীয় মহিলা দল তথা ইস্টবেঙ্গলের অন্যতম ফরোয়ার্ড সৌম্যা গুগুলথ পেয়েছেন বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মান। সম্প্রতি ইন্ডিয়ান মহিলা লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এছাড়া মহিলা গোল রক্ষকের সম্মান পেয়েছেন ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক পান্তোই চানু।

বর্ষসেরা কোচের পুরস্কার

ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে টানা দ্বিতীয়বারের জন্য বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে জামশেদপুর এফসির কোচ খালি জামিলকে। তাঁর দুর্দান্ত কোচিংয়ের জেরেই সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ প্লে অফ ও সুপার কাপ ফাইনালে উঠেছে জামশেদপুর। অন্যদিকে শ্রীভূমি এফসিকে কোচিং করানোর জন্য মহিলা কোচ হিসেবে মনোনীত হয়েছেন সুজাতা কর।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের নজরে তুখড় মিডফিল্ডার, লড়াইয়ে বেঙ্গালুরুও! কোন দলে যাবেন তারকা?

রেফারির পুরস্কার

বর্ষসেরা কোচের পাশাপাশি রেফারির পুরস্কার দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। জানা যাচ্ছে, মূলত দক্ষতার সাথে কাজ করে বর্ষসেরা পুরুষ রেফারি হয়ে উঠেছেন ভেঙ্কটেশ আর। একইভাবে টেকচাম রঞ্জিতা দেবীকে বর্ষসেরা মহিলা রেফারির পুরস্কারে সম্মানিত করেছে AIFF।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group