বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে এবার বাংলাদেশি বংশোদ্ভুত হামজ়া চৌধুরির নীতি! হ্যাঁ, সম্প্রতি ইংল্যান্ডের হয়ে মাঠ কাঁপানো ফুটবলার মায়ের জন্মস্থান তথা বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূতের সেই আবেদনে সবুজ সংকেত দিয়ে স্বদেশীয় বংশোদ্ভুতদের জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ফুটবল সংস্থা। শোনা যাচ্ছে এবার একই ছবি ফুটে উঠতে পারে ভারতীয় ফুটবলেও। তেমনই ইঙ্গিত দিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। তাঁর কথায়, নতুন নীতি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় বংশোদ্ভুতরা খেলতে পারবেন জাতীয় দলে?
অতি সম্প্রতি ভারতীয় ফুটবলের নায়ক সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফের দলে ফেরা ফুটবল জগতে যথেষ্ট আলোড়ন ফেলেছে। প্রশ্ন ওঠে, সুনীলের মতো তুখর ফুটবলারের বিকল্প খুঁজে না পাওয়ায় তাঁকেই ফের দলে টেনে নিয়েছে ভারত? এমতাবস্থায়, ভারতীয় দলে স্বদেশী বংশোদ্ভুতদের গুরুত্ব নিয়ে বড়সড় খবর শোনালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।
এ প্রসঙ্গে একটি বিবৃতিতে কল্যাণ বলেন, বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভুতরা যাতে ভারতীয় দলের হয়ে খেলতে পারেন তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কল্যাণ জানিয়েছেন, আমরা এমন একটি নীতি তৈরি করছি যার দৌলতে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভুত ফুটবলাররা জাতীয় দলে খেলতে পারবেন।
বর্তমানে বিশ্বের একাধিক দেশে এমন ব্যবস্থা চালু রয়েছে। তাই আমরাও একই পথে হাঁটছি। যতদিন না পর্যন্ত নির্দিষ্ট ও চূড়ান্ত কোনও নীতি তৈরি হবে, ততদিন এই প্রক্রিয়াই অনুসরণ করব। এদিন, বিদেশি খেলোয়াড়দের গুরুত্ব স্মরণ করিয়ে কল্যাণ বলেন, আমাদের এটা বুঝতে হবে যে, বিদেশিদের দলে নিলে তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
অবশ্যই পড়ুন: IPL-এ খেলার প্রস্তাব বাংলাদেশি পেসারকে, কোন দল থেকে? জানালেন তাসকিন
সুনীলের বিকল্প না মেলাতেই কী এমন সিদ্ধান্ত?
অতীতে বহুবার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা টিম ইন্ডিয়ার হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করলেও সেই সব ইচ্ছেকে একেবারেই সময় দেয়নি ফেডারেশন। বলে রাখি, মাইকেল চোপড়া থেকে শুরু করে ইয়ান ধান্ডা সহ একাধিক বংশোদ্ভুত ফুটবলার দেশের হয়ে খেলতে চেয়েছিলেন ঠিকই, তবে তাদের সেই সব ইচ্ছেকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি।
কিন্তু টনক নড়ল তখন, যখন সুনীলের বিকল্প পাওয়া গেল না! হ্যাঁ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এ প্রসঙ্গে ফেডারেশন সভাপতি চৌবে বলেছেন, এখনও আমরা সুনীলের ওপর নির্ভর করে রয়েছি। ওর বিকল্প হিসেবে কাউকে সত্যিই দরকার। সুনীলের মতো একজন স্ট্রাইকারকে দীর্ঘ সময়ের জন্য ভারতীয় দলে আনতেই হবে।