IPL-এ নয়া নজির রাহানের, নরকিয়া-গুরবাজ কেন নেই? জবাব দিলেন KKR অধিনায়ক

Updated on:

Ajinkya Rahane sets a great precedent in IPL history, opens up about failure

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নাইট শিবিরে প্রত্যাবর্তন হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। তবে অধিনায়ক হিসেবে গতকালই তাঁর প্রথম পরীক্ষা ছিল। নাইটদের নেতৃত্ব দেওয়ার প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রাহানে। RCB বোলারদের জবাই করে 56 রানের বড় ইনিংস খেলেন ভারতের এই অভিজ্ঞ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে দলের হয়ে সংখ্যা বাড়িয়েও প্রথম ম্যাচে জয়ের খুঁটি গাড়তে পারেননি তিনি। ফলত, ব্যাটার রাহানে তুমুল প্রশংসিত হলেও অধিনায়ক হিসেবে বহু ভক্তের কাঠগড়ায় উঠেছেন এই নাইট তারকা। এহেন আবহে ভারতীয় ক্রিকেটার হিসেবে IPL ইতিহাসে বড় রেকর্ড গড়ে ফেললেন অজিঙ্কা। সেই সাথেই মুখ খুললেন শনিবাসরীয় ম্যাচের ব্যর্থতা নিয়েও।

IPL ইতিহাসে বিরাট রেকর্ড রাহানের

ভারতীয় হিসেবে যে কাজ এখনও করে দেখাতে পারেননি কোনও স্বদেশী ক্রিকেটার, সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন নাইটদের নতুন সেনাপতি অজিঙ্কা। কী করেছেন রাহানে? পুরনো হিসেব বলছে, ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার 3 ফ্রাঞ্চাইজির নেতৃত্ব দেননি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অর্থাৎ, 3টি IPL দলের অধিনায়ক হওয়ার সুযোগ হয়নি কোনও ভারতীয় খেলোয়াড়েরই। যেই কাজ করে দেখিয়েছেন আড়াই কোটির রাহানে। হ্যাঁ, গতকালের ম্যাচের পর তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড়, যে কিনা IPL কেরিয়ারে এখনও পর্যন্ত 3 ফ্রাঞ্চাইজির অধিনায়কত্ব করেছেন। আর এই কীর্তির পরই রাহানের নামে বিরাট নজির তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটে।

ব্যর্থতার দায় স্বীকার করলেন রাহানে?

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহানে প্রথমেই বলেন, আমার মনে হয় আমার থেকেও বেশি আপনারাই আমার ইনিংস উপভোগ করেছেন। তবে আমার কাছে ব্যাপারটা দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখা। হ্যাঁ, এই 56 রানের ইনিংসটা যদি দলের জয়ের ক্ষেত্রে কাজে লাগতো, তাহলে বেশি আনন্দিত হতাম। তবে ইতিবাচক ভাবেই বিষয়টা দেখছি।

এরপরই অধিনায়ক রাহানের স্বীকার করে নেন যে, ডেথ ওভারে ভুল হয়েছে। ব্যাটিং পারফরমেন্স একেবারেই ভাল ছিল না। 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট। মিডল অর্ডারে একেবারেই কাজে আসেনি দলের ব্যাটসম্যানরা। রাহানে বলেন, 13 ওভারের পরই দু তিনটে উইকেট পড়ে যায়। আর তখনই ঘুরে যায় ম্যাচ। পরবর্তীতে মিডল অর্ডারে যারা ব্যাট করতে এসেছিলেন সেরাটা দিতে চেয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।

নরকিয়া-গুরবাজদের দলে না রাখার কারণ কী?

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরবাজ প্রসঙ্গে রাহানে বলেন, গুরবাজ খুব ভাল একজন ক্রিকেটার, তবে বিষয়টা হল দলের সবাইকে তো আর খেলানো যায় না। আমাদের মনে হয়েছিল নারিন ও ডিক’ক জুটি প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে পারে। RCB-রও দুজন ডানহাতি ব্যাটসম্যান ভাল খেলেছেন। তাই সব ক্ষেত্রে রাইট-লেফট হ্যান্ড জুটির প্রয়োজন হয় না।

কথা বলতে বলতেই নরকিয়ার প্রসঙ্গে আসেন রাহানে। নাইটদের অধিনায়ক জানান, স্পেন্সর জনসনকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়ার ইচ্ছে ছিল। খেলোয়াড় বলেন, আমি দলে খুব একটা পরিবর্তনের পক্ষপাতি নই। নরকিয়া সবেমাত্র চোট থেকে উঠেছে। তাই ওকে প্রথম ম্যাচে নামানো হয়নি।

অবশ্যই পড়ুন: হিট ইউকেট হয়েও নট-আউট নারিন! কোন নিয়মে? রইল বিস্তারিত

আসলে একজন ফার্স্ট বোলারের ক্ষেত্রে চট করে ফিরে আসা যথেষ্ট কঠিন। হর্ষিত, বৈভব, স্পেন্সাররা যথেষ্ট ভালো খেলছে। ওরা প্রায় প্রত্যেকেই আত্মবিশ্বাসী। একটা দিন খারাপ যেতেই পারে। ওদের ওপর আমার বিশ্বাস আছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group