শামি-আগরকরের ঠান্ডা লড়াইয়ে তপ্ত ভারতীয় ক্রিকেট

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জার্সি গায়ে শেষ বারের মতো খেলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর আর জাতীয় দলে ডাক পড়েনি মহম্মদ শামির। তা নিয়ে অবশ্য ম্যানেজমেন্টের উপর কম ক্ষুব্ধ নন ভারতের অভিজ্ঞ পেসার। সম্প্রতি টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বলেন, ‘শামি প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কোনও তথ্যই ছিল না।’ এদিকে সেই বক্তব্যের পর পাল্টা তোপ দাগেন মহম্মদ শামি। এহেন আবহে, শামি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক (Ajit Agarkar On Mohammed Shami)।

মহম্মদ শামিকে নিয়ে বড় মন্তব্য অজিত আগরকরের

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মহম্মদ শামিকে নিয়ে কথা বলতে গিয়ে টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির প্রধান অজিত স্পষ্ট বলেন, ‘নির্বাচন কমিটি সব সময় মহম্মদ শামির মতো একজন অভিজ্ঞ বোলারকে দলে দেখতে চায়, কিন্তু ফিটনেসের সাথে তো আর আপোস করা যায় না। ইংল্যান্ড সিরিজের আগে আমরা ঠিক করেছিলাম যদি শামি পুরোপুরি ফিট থাকেন, তবে তিনি দলে জায়গা পাবেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি ফিট ছিলেন না। তবে গত 6-8 মাস চিত্রটা একেবারেই এমন ছিল না। অস্ট্রেলিয়া সফরের সময় আমরা ওকে দলে নিতে চেয়েছিলাম। কিন্তু ওর ফিটনেস সমস্যার কারণে সেটাও হয়নি। আগামী দিনে ও যদি ফিট থাকে এবং নিজেকে প্রস্তুত করতে পারে তাহলে ছবিটা বদলে যাবে।’

অবশ্যই পড়ুন: আবেদন খারিজ বেলজিয়ামের আদালতে, এবার ভারতে ফিরতেই হবে মেহুল চোকসিকে

শামির মন্তব্যের জবাবও দিয়েছেন আগরকর!

সম্প্রতি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এবং নির্বাচন কমিটির উপর ক্ষোভ জাহির করে শামি বলেছিলেন, ‘কেন আমাকে কাউকে আপডেট দিতে হবে? আমি তো আমার কাজ করছি। অনুশীলনে যাচ্ছি, ম্যাচ খেলছি… যদি ফিটনেসই সমস্যার কারণ হতো তাহলে কি রঞ্জিতে খেলতে পারতাম? কাউকে আপডেট দেওয়াটা আমার কাজ নয়। জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই, সুযোগ পেলেই খেলি।’ ভারতীয় তারকার এমন সব মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক।

শামির বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আগরকর সাফ বলেন, ‘এই কথাগুলো যদি ও আমাকে উদ্দেশ্য করে বলে তবে আমি নিশ্চয়ই এর উত্তর দেব। ও এখানে উপস্থিত থাকলেও আমি সেটাই করতাম।’ এরপরই অজিত বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তাতে আমি একেবারেই নিশ্চিত নই। না হলে আমি ওকে ফোন করতাম। কাউকে হেডলাইন দেওয়ার জন্য আমি এখানে আসিনি।’ আগরকরের এমন জবাবের মধ্যেও নেট নাগরিকদের অনেকেই তীব্র ক্ষোভ খুঁজে পেয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join