বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়েও অধিনায়কের পদ থেকে সরতে হল রোহিত শর্মাকে। শনিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু অপেক্ষিত ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই স্পষ্ট হয়েছে চিত্রটা। রোহিতের বদলে একদিনের ক্রিকেটে দেশের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল। কিন্ত ঠিক কোন কারণে নেতৃত্ব হারাতে হল রোহিতকে? জানালেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar On Rohit Sharma)।
গৌতম গম্ভীরের জন্যই নেতৃত্ব হারালেন রোহিত?
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার পরই বিরাট সতীর্থ রোহিত শর্মার নেতৃত্ব হারানোর বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর কথায়, ‘প্রধান কোচ গৌতম গম্ভীরের কথাতেই রোহিত শর্মাকে অধিনায়কের আসন থেকে সরানো হয়েছে। তিনিই পরামর্শ দিয়েছিলেন, শর্মার বদলে এখন গিলকে অধিনায়ক করলে সেটা দলের জন্য ভাল।’
এদিন আগরকর স্পষ্ট বলেন, তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক রাখাটা সম্ভব নয়। এটা আদতে দলের জন্য ভাল বিষয় নয়। তিন সংস্করণে ভারতীয় দলের আলাদা আলাদা অধিনায়ক হলে সেটা প্রধান কোচকেও যথেষ্ট সমস্যায় ফেলে।’ রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়ে আগরকর আরও বলেন, ‘ওয়ানডে এমন একটা সংস্করণ যা সবচেয়ে কম খেলা হয়। পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে সেটাও দেখার বিষয়। এটাও রোহিতকে সরানোর একটা অন্যতম কারণ। বিশ্বকাপের আগে খুব একটা বেশি ম্যাচ পাওয়া যাবে না। তাই শুভমনকে অধিনায়ক করা হল।’ এক কথায়, বিশ্বকাপের আগে থেকেই দলের দায়িত্ব নিয়ে শুভমন যাতে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন সে জন্যই এমন পদক্ষেপ নির্বাচন কমিটির।
Chief selector Ajit Agarkar opens on the ‘difficult’ decision to replace Rohit Sharma with Shubman Gill as India’s ODI captain with an eye on the 2027 World Cup.#TeamIndia #RohitSharma pic.twitter.com/JHOG7QQs4t
— Circle of Cricket (@circleofcricket) October 4, 2025
অবশ্যই পড়ুন: জম্মু ও কাশ্মীরে ভারত-পাক সীমান্তে হঠাৎ দেখা মিলল পাকিস্তানি ড্রোনের!
উল্লেখ্য, আপাতত রোহিত এবং বিরাট দুজনেই পুরোপুরি ফিট রয়েছেন। ফিটনেস সংক্রান্ত সমস্যা আপাতত জেঁকে বসেনি দুই মহাতারকার শরীরে। তাহলে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবেন তো তাঁরা? এ প্রসঙ্গে আগরকরের যেটা বক্তব্য, ‘ওরা আসন্ন বিশ্বকাপে খেলবে কিনা সেটা এখনই বলে দেওয়া সম্ভব নয়। তবে এই মুহূর্তে দুজন পুরোপুরি ফিট।’ রোহিতকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর অনেকেই প্রশ্ন তুলছেন, কেন রোহিত শর্মাকে না জানিয়েই এই কাজ করলো বোর্ড? এ প্রসঙ্গে অবশ্য ভারতীয় দলের প্রধান নির্বাচক বলেছেন, ‘রোহিতের সাথে আমার কথা হয়েছে। তাঁকে তা জানিয়ে নেতৃত্ব থেকে সরানো হয়েছে এমনটা একেবারেই নয়।’