বৈভবের বয়স কি আদৌ ১৪? বিহারের এই কিশোরের স্কুল ফি জানলে অবাক হবেন

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 14 বছরের থেকে কিছুটা বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণের আগে তাঁকে সে অর্থে চিনত না ক্রিকেট মহলের কেউই। তবে রাজস্থানের দৌলতে IPL 2025 নিলামে 1.10 কোটি দাম পান বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আর তারপর থেকেই কিশোর প্রতিভার নাম মুখে মুখে বহুদূর ছড়িয়ে যায়। পরবর্তীতে IPL-র মঞ্চে নেমে প্রথম ম্যাচে শুধু ঝলক দেখিয়েছিলেন বৈভব।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে গুজরাতের বিপক্ষে পরের ম্যাচে মাত্র 35 বলে দ্রুততম সেঞ্চুরি করে ভারতের সবচেয়ে কম বয়সি সেঞ্চুরিয়ান হয়ে উঠেছেন বিহারের সূর্যবংশী। আর এরপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ক্রিকেটারের ক্রিকেটীয় প্রতিভার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন বেশি আলোচনায় এসেছে। যার মধ্যে অন্যতম হল বৈভবের বয়স ও তাঁর পড়ুয়া জীবন। অনেকেই জানতে চাইছেন, কোন বিদ্যালয়ে পড়ে বৈভব? কারও জিজ্ঞাস্য, বৈভবের টিউশন ফি কত? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।

কোন বিদ্যালয়ে পড়েন বৈভব সূর্যবংশী?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড বুক অনুযায়ী বিহারের ভূমিপুত্র বৈভব সূর্যবংশীর বয়স 15 ছুঁতে ঢের দেরি। খোঁজ-খবর নিয়ে জানা গেল, রাজস্থানের এই কিশোর প্রতিভা বর্তমানে অষ্টম শ্রেণীর ছাত্র। আসলে বৈভব যেহেতু বিহারের সমস্তিপুরের বাসিন্দা তাই ছোট থেকেই সমস্তিপুর জেলার তাজপুর গ্রামের ডক্টর মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলে পড়াশোনা করে আসছেন তিনি। জানিয়ে রাখি, বৈভবের ওই স্কুলের বর্তমান অধ্যক্ষ অঞ্জলি কেওয়াত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৈভবের স্কুল ফি কত?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একেবারে ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র 9 বছর বয়সে তাঁকে পাটনার জেনেক্স ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ মনীশ ওঝার অধীনে ভর্তি করা হয়েছিল। আর সেই সূত্রেই সকাল সাড়ে সাতটা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুশীলন চলত সূর্যবংশীর। তবে তার আগে ভোর 5টা থেকে 6টা পর্যন্ত হোম টিউশন নিতেন বৈভব। এরপরই অনুশীলনের জন্য তৈরি হয়ে বেরিয়ে যেতেন তিনি।

তবে এসবের পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন বৈভব যে বিদ্যালয়ে পড়াশোনা করেন সেখানকার ফি কত? তাদের ধারণার ক্ষেত্রে বলে রাখি, মুক্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, 2024-25 সেশনের জন্য বৈভবের স্কুল ফি ছিল- 2100 টাকা ( টিউশন ফি ), পরীক্ষার ফি 800 টাকা ও কার্যকলাপ ফি 2400 টাকা।

অবশ্যই পড়ুন: ছেড়ে দিয়ে ভুল করেছে KKR! IPL-এ প্রথম অধিনায়ক হিসেবে ইতিহাস গড়ে জবাব দিলেন আইয়ার

প্রসঙ্গত, সম্প্রতি বৈভবের বয়স নিয়ে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। ক্রিকেট মহলের অনেকেই বৈভবের বয়স যে 14 বছর তা সে অর্থে বিশ্বাস করতে পারছেন না। যদিও অতি সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে, বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন, আমরা কাউকে ভয় পাইনি। যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে তাতে হয়তো বৈভবকে আবারও বয়সের জন্য বোর্ডের পরীক্ষা দিতে হবে। যদিও সেই পরীক্ষার জন্য ছেলে বৈভব ইতিমধ্যেই প্রস্তুত বলেই জানিয়েছিলেন বাবা সঞ্জীব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group