গাঙ্গুলি, রোহিত বা দ্রাবিড় নন! রবি শাস্ত্রীর মতে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার এই ৫ জন

Published on:

All Time Top 5 Indian cricketers according to Ravi Shastri

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা 5 জন ক্রিকেটারের নাম বলতে বলা হলে, প্রত্যেকেই তাঁদের পছন্দের তারকাদের নাম বলবেন। কারও পছন্দের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, কেউ আবার রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড়ের ভক্ত। কিন্তু জানলে অবাক হবেন, ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রীর মতে এরা কেউই ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার হন! তাহলে?

অনেকেই হয়তো ভাববেন, সৌরভের সাথে পুরনো মনোমালিন্যের কারণেই তাঁকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করলেন না শাস্ত্রী! তবে সে প্রসঙ্গ বিতর্কিত হলেও আদতেই সৌরভ, দ্রাবিড় এবং রোহিতকে বাদ দিয়েই সর্বকালের সেরা 5 ভারতীয়র নাম প্রকাশ করেছেন রবি শাস্ত্রী।

শাস্ত্রীর মতে এই 5 জনই ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার

সম্প্রতি স্টিক টু ক্রিকেট পডকাস্টে হাজির হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইকেল ভন থেকে শুরু করে ডেভিড লয়েড, অ্যালিস্টার কুক, ফিল টাফনেলরা। আর সেই অনুষ্ঠানেই, ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে 5 ক্রিকেটারের নাম বলেন রবি শাস্ত্রী।

ভারতের একসময়ের যুদ্ধজয়ের কারিগর শাস্ত্রীর বক্তব্য, ভারতের সর্বকালের শ্রেষ্ঠ 5 ক্রিকেটার আসলে সুনীল গাভাস্কার, কপিল দেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। তবে 5 ভারতীয় তারকার নাম উল্লেখ করে তাঁদের মধ্যে সবার ওপরে সচিনকেই বসান শাস্ত্রী।

ভারতীয় কিংবদন্তীর বক্তব্য, ওর ক্রিকেট জীবন দীর্ঘস্থায়ী। সচিন একটানা 24 বছর ধরে ক্রিকেট খেলেছে। তাছাড়াও 100 খানা শতরান রয়েছে ওর। আসলে ক্রিকেটের ভগবান সচিনের ক্রিকেট দক্ষতার প্রশংসা করেই তাঁকে ভারতের সর্বকালের সেরা 5 ক্রিকেটারের তালিকায় প্রথমে জায়গা দিয়েছেন রবি।

 

অবশ্যই পড়ুন: মোহনবাগানের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে বিশাল কাইথ, তালিকায় একাধিক পছন্দের নাম

উল্লেখ্য, সর্বকালের সেরা 5 ভারতীয় ক্রিকেটারদের তালিকায় সচিন, ধোনি, কোহলিদের জায়গা দিলেও ঠিক কোন কারণে বা কোন বৈশিষ্ট্যের অভাবে ভারতীয় কিংবদন্তির তালিকায় জায়গা পেলেন না সৌরভ গাঙ্গুলিরা, সে কথা জানা যায়নি।

সঙ্গে থাকুন ➥