বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Bangladesh Premier League) থেকে নাম প্রত্যাহার করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার আল্লাহ গাজানফার। আফগান তারকার উপস্থিতি নিয়ে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। রংপুর রাইডার্সে নাম লেখানোর কথা ছিল তাঁর। তবে এবার সেই সম্ভাবনায় নিজেই জল ঢাললেন তারকা।
কেন BPL-এ খেলতে চাননা আফাগান তারকা?
কেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চাননা আফাগান তারকা? এমন প্রশ্ন যে ভক্ত মনে উদয় হবে সেটাই স্বাভাবিক। সূত্র বলছে, পদ্মা পাড়ের দেশে টুর্নামেন্ট চলাকালীন শুরু হবে আন্তর্জাতিক টি-20 লিগ। আর সেই কারণ দেখিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন গাজানফার।
বর্তমানে আফগানিস্তানের জার্সি গায়ে একজন নাগরিক ও খেলোয়াড় রূপে জাতীয় কর্তব্য পালনে ব্যস্ত গাজানফার। জিম্বাবুয়ের ছেলেদের বিরুদ্ধে আক্রমণ শানানোটা অনিশ্চিত হয়ে পড়তো এই তারকার জন্য যদি না ধুরন্ধর স্পিনার তথা আফগান মহাতারকা রশিদ খান স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিতেন। হ্যাঁ, রশিদ খানের বদলি হিসেবেই জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে জায়গা হয়েছে তাঁর।
২০ লাখ দিয়ে আল্লাহ গাজানফারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স
প্রসঙ্গত, উত্তপ্ত বাংলাদেশে আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে BPL। আর সেই টুর্নামেন্টে আফগান তারকার না থাকাটা পদ্মা পাড়ের ক্লাব রংপুর রাইডার্সের জন্য স্বল্প হলেও চিন্তার কারণ হয়ে উঠেছে। বলা বাহুল্য, বাংলাদেশের মুজিব উর রহমানের পরিবর্তে গত মার্চে 20 লাখ দিয়ে গাজানফারকে দলে নেয় কেকেআর। তবে শাহরুখের টিমের হয়ে একেবারেই মাঠ দখলের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কলকাতার হয়ে শত্রুপক্ষকে শায়েস্তা করার ইচ্ছে থাকলেও KKR-র ম্যাচগুলিতে জায়গা না হওয়ায় তা অধরা থেকে গেছে গাজানফারের।
যদিও নভেম্বরের শেষ লগ্নে আইপিএল 2025 মেগা নিলাম থেকে প্রাক্তন কেকেআর তারকাকে 4.80 কোটি দিয়ে কিনে নেয় আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলের রণক্ষেত্রে অতি পরিচিত দল কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের জার্সি গায়ে আক্রমণ শানাতে দেখা যাবে তাঁকে। তবে তার আগে খেলোয়াড়ের বাংলাদেশ প্রিমিয়ারে অনুপস্থিতির কথা স্বল্প হলেও মনের বোঝা বাড়িয়েছে ভক্তদের।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে ওপার বাংলায় উন্মাদনা তুঙ্গে। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু এই টুর্নামেন্টটি মূলত 7 টি দল নিয়ে আয়োজিত হবে। এখনও পর্যন্ত যা খবর ডিসেম্বর শেষের দ্বারপ্রান্তে শুরু হয়ে আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের সমাপ্তি ঘোষনা করবে ওপার বাংলার ম্যানেজমেন্ট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |