সূর্যর বিশ্বকাপ জেতানো ক্যাচের আগে বাউন্ডারি লাইন পেছনে ঠেলে দেওয়া হয়! দাবি প্রত্যক্ষদর্শী রায়ডুর

Published:

Ambati Rayudu On Surya Catch In 2024 T20 world cup final
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সূর্য কুমার যাদবের একটি ক্যাচই যে গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে, দীর্ঘ সময় পেরিয়ে ওই এক ক্যাচ নিয়েই জীবিত রয়েছে বিতর্ক।

2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জগৎ সেরা হয়েছিল ভারত। তবে যে ক্যাচের দরুণ ভারতের এই সাফল্য অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, তাতে ঘোর আপত্তি রয়েছে সে বারের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা সহ একটা বড় অংশের ক্রিকেট বিশেষজ্ঞের।

তাদের দাবি, সূর্য যখন ক্যাচটি ধরেছিলেন সেই সময়ে বাউন্ডারির দড়ি ঠিক জায়গায় ছিল না। এই গোটা ঘটনাটি টিম ইন্ডিয়ার কুটিল অভিসণ্দি বলেই দাবি করছেন তারা। সব মিলিয়ে, দড়ি ঠিক জায়গায় না থাকায় সেটি নাকি আদতে ক্যাচ আউট নয় বরং ছয় ছিল।

সেই সাথেই গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত নয় বরং দক্ষিণ আফ্রিকা জিতেছিল বলেই মনে করছেন বিরোধীপক্ষ। কিন্তু আসল সত্যি কী? জানালেন প্রত্যক্ষদর্শী তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার আম্বাতি রায়ডু।

অবশ্যই পড়ুন: বাদ শ্রেয়স আইয়ার, অধিনায়ক সূর্য, বড় দায়িত্বে শুভমন! এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা BCCI-র

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাউন্ডারি লাইন বিতর্কে রায়ডুর বক্তব্য

সম্প্রতি বিখ্যাত ইউটিউবার শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে কথা বলতে গিয়ে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খোলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রায়ডু। সে বার সূর্য কুমার ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইন ঠিক ছিল কি? খানিকটা এমন প্রশ্নের উত্তরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বলতে শোনা যায়, ফাইনালের সময় সম্প্রচারের স্বার্থে মাঠে একটি চেয়ার ও স্ক্রিন রাখা হয়েছিল।

সেগুলি বসানোর সময় ব্রডকাস্টিং টিমের সদস্যরা বাউন্ডারির দড়ি একটু ভেতর থেকে খানিকটা পিছনের দিকে ঠেলে দেন। যার ফলে বাউন্ডারির দৈর্ঘ্যও কিছুটা বেড়ে যায়। যদিও পরবর্তীতে চেয়ার ও স্ক্রিন সরানো হলেও বাউন্ডারি লাইনের দড়িটিকে আগের জায়গায় রাখা হয়নি। কাজেই এদিন বাউন্ডারির দৈর্ঘ্য অনেকটা বেশিই ছিল। আর এই গোটা বিষয়টা আমরা উপর থেকে দেখতে পারছিলাম।

পরবর্তীতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে প্রশ্ন করা হয়, এটা কেউ ইচ্ছে করে করেনি তো? উত্তরে রায়ডু বলেন, হয়তো এটাই ঈশ্বরের পরিকল্পনা ছিল। কিন্তু সে তো গেল, তবে প্রশ্ন থেকে যায় তাহলে কি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নয় বরং দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল? সে প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন, সেদিন বলটা ছয় হতো কিনা আমি জানিনা। তবে যদি দড়ি নিজের জায়গায় থাকতো, হয়তো সূর্য কুমার ভেতর থেকে দৌড়ে ক্যাচটি ধরে নিতেন! তবে প্রত্যক্ষদর্শী রায়ডুর এমন বক্তব্যের পরও, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের বাউন্ডারি লাইন নিয়ে বিতর্ক কিন্তু থেকেই গেল..

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join