বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার মোহনবাগানের জোড়া সাফল্যের মাঝে ফিকে হয়ে গিয়েছে প্রতিবেশী ইস্টবেঙ্গলের (East Bengal) চাকচিক্য। বাংলার দুই চিরপ্রতিদ্বন্ধীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই স্বর্ণযুগ আপাতত মোলিন। কোথায় সেই চেনা ইস্টবেঙ্গল? যে দলকে নিয়ে গর্ব করে বুক ফেটে উঠত চিৎকার। কোথায় সেই চেনা লাল হলুদ? যাঁরা একটা সময়ে মাঝ মাঠে দাপিয়ে বেড়াত।
সবই আপাতত স্মৃতি। প্রতিবেশীর ব্যর্থতার মাঝে একতরফা জয় পেয়ে চলেছে মোহনবাগান। কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল হিসেবে নিজেদের মুকুটে সেরা পালক গুলো বেছে বেছে জুড়ছে সবুজ মেরুন। সে, একটানা তৃতীয়বার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ওঠা হোক, কিংবা পরপর দুই মরসুমে লিগ শিল্ড জয়।
বাগানের খুশির আলোর মাঝে একেবারে ফিকে হয়ে এসেছে লাল হলুদের সাফল্য! সাফল্য কোথায়? ইন্ডিয়ান সুপার লিগ থেকে AFC চ্যালেঞ্জ লিগ, সবেতেই তো একেবারে মুখ থুবড়ে পড়েছে ইস্টবেঙ্গল। এহেন আবহে, শনিবার ঘরের মাঠে বাগানের ISL জয়ের হওয়ায় ভেসেছে লাল হলুদের ব্যর্থতার পাতাও।
মোহনবাগানের ধারাবাহিক সাফল্য
ভারতীয় ফুটবলে একেবারে স্বপ্নের সময় কাটাচ্ছে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের যাত্রায় একটানা তৃতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি, পরপর দুবার লিগ শিল্ড জয়ের ধারা অব্যাহত রেখেছে সবুজ মেরুন। সেই সাথেই, সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে গুঁড়িয়ে ISL কাপ ঘরে তুলে ক্ষমতা জানান দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সব মিলিয়ে বলাই যায়, ইন্ডিয়ান সুপার লিগে প্রতিবেশী ইস্টবেঙ্গলের ব্যর্থতার মাঝে, একের পর এক নতুন অধ্যায় লিখে চলেছে মেরিনার্সরা। যা সত্যিই হিংসে করার মতোই!
বাগানের ধারে কাছে নেই লাল হলুদ
2020-21 মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করে কলকাতা ময়দানের দুই প্রধান দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেবার দুই নম্বরে জায়গা ধরে রেখে যাত্রা শেষ করেছিল বাগান, অন্যদিকে 9 নম্বরে থেকেই ফিরতে হয়েছিল লাল হলুদদের। একইভাবে 2021-22 সিজনে তালিকার তৃতীয় স্থানে থেকে যাত্রা শেষ করেছিল মোহনবাগান, তবে এবারে ইস্টবেঙ্গলের ঠাঁই হয়েছিল একেবারে তলানিতে। সে মরসুমে সেমিফাইনাল হেরেছিল মোহনবাগান।
এরপর 2022-23 মরসুমে তালিকার তৃতীয় স্থানে থেকেও চ্যাম্পিয়ন হয়েছিল বাগান, অপরদিকে লাল হলুদের অবস্থান সেই নবম ঘরে। এর পরের সিজনগুলি কমবেশি প্রায় সকলেরই জানা। 2023-24 সিজনে মোহনবাগান জিতেছিল লিগশিল্ড, হয়েছিল রানার্স আপ। অন্যদিকে প্রতিবেশী ইস্টবেঙ্গলের অবস্থান ছিল সেই নয় নম্বরে।
শেষ পর্যন্ত 2024-25 মরসুমে পৌঁছে একেবারে ডবল জয় নিশ্চিত করেছে মোহনবাগান। যেখানে ইস্টবেঙ্গল তাদের নয়ের ধারা বজায় রেখেছিল। সব মিলিয়ে, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ISL যাত্রার ফারাক টা কোথায়, তা বোঝা যায় পুরনো পরিসংখ্যান দেখেই।
অবশ্যই পড়ুন: নিজের সেরাটা দিতে পারেননি! আর থাকবেন না মোহনবাগানে? মোলিনার কথায় জল্পনা
বাগানের সাফল্যের মাঝে লাল হলুদের ব্যর্থতা নিয়ে গালগল্প
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের আকাশ ছোঁয়া সাফল্যের মাঝে মুখ খুলেছেন লাল হলুদের তিন প্রাক্তনী। গত মরসুমে সুপার কাপ জয়ী দলের অবস্থা যে একেবারে শোচনীয় তা এক কথায় স্বীকার করে নিয়েছেন তিন মহারথীই। বাগানের সাফল্যের মাঝে ইস্টবেঙ্গলের প্রাক্তন সদস্য মেহতাব হোসেন জানিয়েছেন, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিগত ঘটনাগুলি সত্যিই দুর্ভাগ্যের। এমনটা কখনও হয়নি, মোহনবাগান একতরফা জয় পেয়ে চলেছে আর ইস্টবেঙ্গল একেবারে তলানিতে।
লাল হলুদ প্রাক্তনীর বক্তব্য, বছর বছর কোচ পরিবর্তনের কারণেই এমন অবস্থা হয়েছে ইস্টবেঙ্গলের। এদিকে অ্যালভিটো ডি’কুনহা ও দেবজিৎ ঘোষ বাকি দুই ইস্টবেঙ্গল প্রাক্তনীর গলাতেও শোনা গিয়েছে সমগোত্রীয় সুর। দুই লাল হলুদ প্রাক্তনীই জানিয়েছেন, ইস্টবেঙ্গল নিজেদের ভুলের কারণেই ডুবছে। মোহনবাগান অবশ্যই ভাল টিম। তবে দল গোছানোর ক্ষেত্রে একেবারে ডাহা ফেল করেছে ইস্টবেঙ্গল। তবে আগামী দিনে ঘুরে দাঁড়ানোর আশা ধরে রেখেছেন লাল হলুদের এই তিন প্রাক্তন মুখ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |