প্যাট কামিন্সের এক ঘোষণায় WTC ফাইনালে খেলার আশা বাড়ল টিম ইন্ডিয়ার

Published on:

pat cummins

কৌশিক দত্ত, কলকাতাঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) ভারতের খেলার আশা খুবই ক্ষীণ। টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করতে পারত, তাহলে সুবর্ণ সুযোগ ছিল রোহিতদের সামনে। কিন্তু তা হয়নি। তাই এবার শুধু নিজেদের জিতলেই হবে না, শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আসন্ন টেস্ট সিরিজে অজিদের হারের কামনাও করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স ভারতকে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সফরের আগে প্যাট কামিন্সের এক ঘোষণা ভারতীয় দলকে আবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখাচ্ছে। আসলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলীয় দল। আর তাঁর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক ঘোষণা করেছেন যে, তিনি ওই টেস্টে বিশ্রাম নেবেন। কামিন্সের এই ঘোষণাই ভারতীয় দলের অক্সিজেন হিসেবে কাজ করছে।

তবে প্যাট কামিন্স শ্রীলঙ্কায় যাক আর না যাক, তাঁর আগে সিডনি টেস্টে ভারতকে জিততেই হবে। ভারতীয় দল সিডনি টেস্টে জয় হাসিল না করতে পারলে, তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার আশা একেবারে শেষ হয়ে যাবে। আসলে প্যাট কামিন্স না খেলা মানে অস্ট্রেলিয়া দল অনেকটাই দুর্বল হয়ে যাওয়া। দেশের মাটি হলে একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করে, কিন্তু অস্ট্রেলিয়াকে খেলতে হবে শ্রীলঙ্কার মাটিতে। আর এই কারণে কামিন্সের না খেলা দলে প্রভাব পড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মাতৃবিয়োগ প্যাট কামিন্সের

সম্প্রতি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মাতৃবিয়োগ হয়েছে। এছাড়াও তাঁর ঘর আলো করে দ্বিতীয় সন্তানও এসেছে। আর এই কারণেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তিনি। সেজন্যই আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে অব্যহতি নিয়েছেন কামিন্স। আর এতেই কিছুটা হলেও আশা জেগেছে টিম ইন্ডিয়ার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group