বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে মুখিয়ে রয়েছে ভারতীয় দল। অপেক্ষার আর এক সপ্তাহও বাকি নেই। নির্ধারিত সময়ের আগেই দেশের মাটিতে পা পড়বে ইংল্যান্ড বাহিনীর। এহেন আবহে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে বড়সড় দুঃসংবাদ পেল ইংরেজরা। সূত্রের খবর, ভারতে আসার জন্য ভিসা পাননি এক ইংল্যান্ড তারকা। যার জেরে তাঁর ভারত সফর একপ্রকার বাতিলের মুখে। এখন প্রশ্ন, কীভাবে ভারতের আসবেন তিনি?
ভিসা না মেলায় ভারতে আসা হচ্ছে না সাকিব মাহমুদের!
সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি ও পরবর্তী 3টি ওয়ানডের জন্য ইংল্যান্ড দলে জায়গা হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত তথা ইংল্যান্ডের দাপুটে ক্রিকেটার সাকিব মাহমুদের। সেই মতো চলেছে রুদ্ধশ্বাস অনুশীলন পর্বও। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও ভারত সফরের প্রাক্কালে দুঃসংবাদ পেলেন ইংলিশ তারকা। বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত ভারত সফরের ভিসা পাননি মাহমুদ। এহেন আবহে প্রশ্ন উঠছে, আদৌ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওডিআইতে খেলতে পারবেন তিনি?
🏏 Saqib Mahmood is still awaiting his Visa for England’s tour to India. Team departs Friday.
🇦🇪 Forced to cancel flight and miss pace-bowling camp in UAE with his passport still with Indian Embassy.https://t.co/57VWa7PxYX
— Aadam Patel (@aadamp9) January 13, 2025
মাহমুদের ফ্লাইট বাতিল করেছে ECB
সংযুক্ত আরব আমিরার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ডানহাতি ফাস্ট বোলার মাহমুদের। সেখানে তিনি জেমস অ্যান্ডারসনের তত্ত্বাবধানে সতীর্থ জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের সঙ্গে যোগ দেবেন বলেই পরিকল্পনা হয়েছিল। সূত্র বলছে, আমেরিকায় অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে বল করতে সমস্যা হচ্ছে আর্চরদের। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মোক্ষম সময়ে সংশয়ের দিন গুনছে মাহমুদের ভারত সফর।
সদ্য পাওয়া খবর অনুযায়ী, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ECB) ভিসা বাতিলের কারণে ইতিমধ্যেই মাহমুদের ফ্লাইট ক্যানসেল করেছে। যার জেরে বাকিরা ভারতের মাটিতে পা রাখলেও আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মাহমুদের উপস্থিতি একপ্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে। ভিসা বাতিলের পর আদৌ ভারতে গিয়ে ইংল্যান্ড তারকার সিরিজ খেলা হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বিবৃতি দেয়নি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণেই কী বাতিল হলো ভিসা?
ইংলিশ তারকা সাকিব মাহমুদ যে একজন পাকিস্তানি বংশোদ্ভুত, সে কথা জানতে বাকি নেই কারোরই। আর এখানেই আটকে রয়েছে প্রশ্ন। ভারতে যাওয়ার আগে ইংল্যান্ড তারকার ভিসা বাতিলের পরই প্রশ্ন উঠছে, তাঁর পরিচয় নিয়ে। অনেকেই বলছেন, পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণেই হয়তো ভারতের ভিসা পেলেন না তিনি। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বক্তব্য রাখেনি ECB।
আরও পড়ুনঃ সুপারস্টার কালচার শেষ করতে চান গম্ভীর? অভিযোগ উঠতেই ডানা ছাঁটার প্রস্তুতি BCCI-র
বলে রাখা ভাল, পাকিস্তানি বংশোদ্ভূত হিসেবে ইংল্যান্ড ক্রিকেটারের ভারত সফরের আগে ভিসা বাতিল বা ভিসা নিয়ে সমস্যার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, গত বছর অর্থাৎ 2024 সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তানি বংশোদ্ভূত তথা ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরকেও ভিসা পেতে যথেষ্ট কাঠ খড় পোড়াতে হয়েছিল। যার কারণে সেবার একটি টেস্ট ম্যাচ হাতছাড়া হয়েছিল তাঁর।
মোহনবাগানকে আটকে দিয়ে সুর চড়ালেন প্রীতম কোটাল